Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: চোটে কাবু মানেকে রেখেই দল ঘোষণা সেনেগালের

মানে দলে থাকলে সতীর্থদের মনোবল বাড়বে। ওর মতো লড়াকু ফুটবলার দলে থাকা মানেই সকলের আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করে উঠে এসেছেন মানে। তাই সেনেগালের দল তাঁকে ছাড়া অসম্পূর্ণ।

FIFA World Cup 2022: চোটে কাবু মানেকে রেখেই দল ঘোষণা সেনেগালের
FIFA World Cup 2022: চোটে কাবু মানেকে রেখেই দল ঘোষণা সেনেগালের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 5:38 PM

মিউনিখ: চোট থাকা সত্ত্বেও সাদিও মানেকে (Sadio Mane) রেখেই দল ঘোষণা করল সেনেগাল (Senegal)। বিশ্ব ফুটবলে সেনেগালের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন মানেই। দিন কয়েক আগেই মানেকে এ বারের বিশ্বকাপে না পাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আসন্ন কাতার বিশ্বকাপে তাঁকে ঘিরেই এ বার স্বপ্ন দেখছে সেনেগাল। কোচ অ্যালিউ সিসে এ বার মানেকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। দল ঘোষণার পর মানেকে নিয়ে কী বললেন সেনেগাল কোচ, তুলে ধরল TV9 Bangla

চোট পাওয়া সাদিও মানেকে দলে রাখার ঝুঁকি কেন নেওয়া হল, এ ব্যাপারে অ্যালিউ সিসে জানান, সেনেগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মানের চোটের ব্যাপারে জানার জন্য একজন চিকি‍ৎসককে জার্মানিতে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছেন, মানের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি বলেন, “ওর দলে থাকাটা খুব ভালো খবর। আমাদের এখন সুযোগ রয়েছে টুর্নামেন্টের জন্য ওকে ফিট করার। আমাদের এখন দু’সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে। এবং ওর চোটের ব্যপারে লক্ষ্য রাখতে হবে। আমি ওকে দলে রাখতে পছন্দ করি, কারণ ও আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

মানে দলে থাকলে সতীর্থদের মনোবল বাড়বে। ওর মতো লড়াকু ফুটবলার দলে থাকা মানেই সকলের আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করে উঠে এসেছেন মানে। তাই সেনেগালের দল তাঁকে ছাড়া অসম্পূর্ণ। সিসের অঙ্কে হয়তো চলছে, গ্রুপ পর্ব পেরোতে পারলে মানে হয়তো ততদিনে সুস্থ হয়ে উঠবেন।

সেনেগাল কাতার বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পান দলের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। গত মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে ম্য়াচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানের। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান তিনি। তখনই মানে আন্দাজ করেছিলেন বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ তিনি হতাশ হয়ে মাঠেই উদাসীন ভাবে বসে থাকেন। এরপর প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে।

ম্যাচের শেষে বায়ার্ন কোচ জুলিয়েন নাগেলসম্যান মানের ডান হাঁটুতে চোট পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। মানেকে হাঁটুর এক্স-রের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই সকলের আশঙ্কা ছিল মানের বিশ্বকাপ স্বপ্ন এ বারের মতো শেষ হয়ে গেল। কিন্তু সব হিসেব নিকেশ পালটে চোট থাকা মানেকে রেখেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিল সেনেগাল। কাতার বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে সেনেগাল। সেই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্য়ান্ডস।

কাতার বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করল সেনেগাল –

গোলকিপার: এডুয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

রক্ষণ: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিসে, ফর্মোসে মেন্ডি, ফোডে বোলো তুরে এবং ইসমাইল জ্যাকবস।

মাঝমাঠ: ইদ্রিসা গানা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পাপা গুয়ে, পাপা মাতার সার, মোস্তাফা নেম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

আক্রমণ: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?