Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: সম্ভবত বিশ্বকাপের মঞ্চে শেষ বার দেখা যাবে সিআর সেভেনকে

কাতার বিশ্বকাপে সকলের যেমন চোখ থাকবে রোনাল্ডোর খেলার দিকে, ঠিক তেমনই রোনল্ডো চাইবে তাঁর শেষ বিশ্বকাপে নিজের চেনা ছন্দ দেখিয়ে স্মরণীয় করে রাখতে।

FIFA World Cup 2022: সম্ভবত বিশ্বকাপের মঞ্চে শেষ বার দেখা যাবে সিআর সেভেনকে
সম্ভবত বিশ্বকাপের মঞ্চে শেষ বার দেখা যাবে সিআর সেভেনকেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 5:47 PM

পোর্তো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু একটা নাম নয়, যেন একটা মন্ত্র। যার খেলা দেখার জন্য অগনিত ফুটবল প্রেমীরা ভরিয়ে তোলে মাঠ। তিনি বিশ্বের যে কোনও কোনায় ফুটবল খেলুক না কেন, তাঁর ভক্তরা ছড়িয়ে রয়েছে বিশ্বের সব প্রান্তে। সকলের চেনা সেই লাল সবুজে মিশ্রিত ৭ নম্বর পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে, সম্ভবত শেষ বারের মত এই বিশ্বকাপের মঞ্চে তাঁকে দেখা যাবে। কাতার বিশ্বকাপে তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। হয়তো শেষ বারের জন্য পর্তুগাল সমর্থকেরা বিশ্বকাপের মঞ্চে দেখতে পাবে গোল করে তাঁর চেনা সেলিব্রেশন। ক্লাব ফুটবলে প্রচুর সাফল্য পেয়েছেন, জিতেছেন পাঁচবার ব্যালন ডি’অর পুরস্কার। নিজের দেশকে এনে দিয়েছিলেন প্রথম বারের জন্য ইউরো কাপ। রোনাল্ডো নিজের পাঁচ নম্বার বিশ্বকাপ খেলতে নামবেন। বহু খেতাব জিতলেও রোনাল্ডোর এখনও বিশ্বকাপ অধরা। তাই তিনিও চাইবেন তাঁর দলের সতীর্থ ফুটবলারদের সঙ্গী করে নিয়ে এ বারের বিশ্বকাপ জেতার। তাঁর অধরা স্বপ্নকে পূরণ করার। ৩৭ বছর বয়সী এই ফুটবলার বার বার প্রমাণ করে দিয়েছেন, তাঁর কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের মালিক এখন তিনি। পর্তুগালের হয়ে ১৯১ টি ম্যাচে ১১৭ টি গোল করে ফেলেছেন। পর্তুগালের জার্সি গায়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিকও এখনও তিনি। রোনাল্ডোর বিশ্বকাপ ঝলক তুলে ধরল TV9 Bangla

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। তাঁর পর পিছনে ফিরে তাঁকাতে হয়নি রোনাল্ডোকে। বহু ম্যাচে একাই তিনি পর্তুগাল দলকে জিতিয়েছেন। ২০০৭ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবারের জন্য পর্তুগালের ক্যাপ্টেন্সি সামলেছিলেন সিআর সেভেন। এর পর গড়িয়ে গিয়েছে মাঝে ১৫ বছর। তাঁর অধিনায়কত্বেই পর্তুগাল জিতেছে উয়েফা নেশনস লিগ ও ইউরো কাপ। আবার তাঁকেই কাতার বিশ্বকাপের দলে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পর্তুগাল।

শুধু পর্তুগাল সমর্থকদের ভরসা নয়, দলের কোচ ফের্নান্ডো স্যান্টোসের বিশ্বকাপ দলের প্রধান ভরসা যে রোনাল্ডো সেটা বলাই বাহুল্য। কাতার বিশ্বকাপে সকলের যেমন চোখ থাকবে রোনাল্ডোর খেলার দিকে, ঠিক তেমনই রোনল্ডো চাইবে তাঁর শেষ বিশ্বকাপে নিজের চেনা ছন্দ দেখিয়ে স্মরণীয় করে রাখতে।