East Bengal: ক্লাব লাইসেন্সিংয়ের কাগজ জমা দিল এসসি ইস্টবেঙ্গল

ফুটবল খেলার প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না ইনভেস্টর। সেই জন্যই এই পদক্ষেপ।

East Bengal: ক্লাব লাইসেন্সিংয়ের কাগজ জমা দিল এসসি ইস্টবেঙ্গল
East Bengal: ক্লাব লাইসেন্সিংয়ের কাগজ জমা দিল এসসি ইস্টবেঙ্গল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 7:26 PM

কলকাতা: এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের (AFC club licensing) আবেদন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। ক্লাব লাইসেন্সিং রিনিউ করতে আজ যাবতীয় কাগজপত্র ফেডারেশনের কাছে জমা দিল বিনিয়োগকারী সংস্থা। ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের মধ্যেও যা কিছুটা হলেও আশার আলো।

ফুটবল খেলার প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না ইনভেস্টর। সেই জন্যই এই পদক্ষেপ। তবে ক্লাব মূল চুক্তিপত্রে সই না করলে বিনিয়োগও করতে রাজি নয় শ্রী সিমেন্ট। সেই সিদ্ধান্তে এখনও অনড় লগ্নিকারী সংস্থা।

আইএসএল খেলার জন্য প্রত্যেক বছরেই ক্লাব লাইসেন্সিংয়ের শর্তপূরণ করতে হয় টুর্নামেন্টে খেলা দলগুলোকে। আজই ক্লাব লাইসেন্সিংয়ের কাগজ জমা দেওয়ার শেষ দিন ছিল। লগ্নিকারী সংস্থার কর্তারা আগেই জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই। মূল চুক্তিপত্রে ক্লাব সই করলে তবেই বিনিয়োগের পথে হাঁটবে ইনভেস্টর। শুরু হবে দলগঠন। কিন্তু চুক্তি জটিলতায় পুরো বিষয়টাই এখন থমকে। ৩১ অগাস্ট পর্যন্ত ট্রান্সফার উইন্ডো। ক্লাব-ইনভেস্টর টানাপড়েন যত বাড়বে, দলগঠন প্রক্রিয়াও থমকে থাকবে।

আরও পড়ুন: East Bengal: আশার আলো লাল-হলুদে, ক্লাব লাইসেন্সিংয়ে আবেদন জানাচ্ছে ইনভেস্টর

আরও পড়ুন: EAST BENGAL: ক্লাবের পাশে প্রাক্তনীরা, তবুও জট অব্যাহত