East Bengal: আইএসএলের প্লে-অফ খেলবে ইস্টবেঙ্গল, ভবিষ্যদ্বাণী লাল-হলুদের নতুন বিদেশির

Victor Vazquez: কার্লেস কুয়াদ্রাতকে চিনতেন আগে থেকেই। শুধু তাই নয়, সহকারী কোচ দিমাস দেলগাদোকেও জানতেন। ইস্টবেঙ্গলের অফার পাওয়ার পর যে কারণে আর দ্বিতীয় বার ভাবেননি। ভিক্টর বলে দিলেন, 'কুয়াদ্রাতকে অনেক দিন চিনি। শুধু তাই নয়, সহকারী কোচ দিমাস দেলগাদোর সঙ্গে বার্সেলোনার বি টিমে খেলেছি। এই কারণেই ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়ার পর আর দ্বিতীয়বার ভাবিনি।'

East Bengal: আইএসএলের প্লে-অফ খেলবে ইস্টবেঙ্গল, ভবিষ্যদ্বাণী লাল-হলুদের নতুন বিদেশির
East Bengal: আইএসএলের প্লে-অফ খেলবে ইস্টবেঙ্গল, ভবিষ্যদ্বাণী লাল-হলুদের নতুন বিদেশির (ছবি-@EB_LHA1920)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 9:30 PM

কলকাতা: এখনও মাঠে নামেননি তিনি। তার আগেই তাঁকে ঘিরে প্রবল আগ্রহ। হবে নাই বা কেন, বার্সেলোনার যুব দল থেকে উত্থান। বার্সার সিনিয়র টিমের হয়ে খেলেওছেন। কে ছিলেন তাঁর সতীর্থ? রোনাল্ডিনহো, জাভি, ইনিয়েস্তা। সেই তাঁর যতই ৩৭ বছর বয়স হোক, ফুল ফোটাবেন লাল-হলুদ জার্সিতে, প্রত্যাশা সমর্থকদের। মাঠে নামার আগে নিজের কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বললেন ভিক্টর ভাসকুয়েস (Victor Vazquez)। স্প্যানিশ ফুটবলার একই সঙ্গে ইস্টবেঙ্গল (East Bengal) নিয়ে ভবিষ্যদ্বাণীও করে দিলেন। কী বললেন ভিক্টর?

কার্লেস কুয়াদ্রাতকে চিনতেন আগে থেকেই। শুধু তাই নয়, সহকারী কোচ দিমাস দেলগাদোকেও জানতেন। ইস্টবেঙ্গলের অফার পাওয়ার পর যে কারণে আর দ্বিতীয় বার ভাবেননি। ভিক্টর বলে দিলেন, ‘কুয়াদ্রাতকে অনেক দিন চিনি। শুধু তাই নয়, সহকারী কোচ দিমাস দেলগাদোর সঙ্গে বার্সেলোনার বি টিমে খেলেছি। এই কারণেই ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়ার পর আর দ্বিতীয়বার ভাবিনি।’ বিশ্ব ফুটবলের মহাতারকাদের সঙ্গে খেলা নিয়ে ভিক্টরের মন্তব্য, ‘জাভি, ইনিয়েস্তা, রোনাল্ডোনহোর মতো ফুটবলারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। আমার শুরুর দিকে বার্সেলোনার ভালো স্ট্রাইকার মাইকেল লাউড্রপ। পরবর্তীতে আরও অনেক ফুটবলার উঠে এসেছে। জাভি, ইনিয়েস্তারা এসেছে। ভারতীয় ফুটবলে কিন্তু জাভিদের মতো ফুটবলার দরকার। যারা বিশ্ব ফুটবলে দাপিয়ে খেলেছে।’

ভারতীয় ফুটবল নতুন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না, বলছেন স্প্যানিশ মিডফিল্ডার। তাঁর কথায়, ‘মেজর লিগ সকারে ধারাবাহিকতা দেখিয়েছি, ভারতীয় ফুটবলে মানিয়ে নিতে সমস্যা হবে না। টিমের ফুটবলারদের সহযোগিতা করতে চাই, ট্রফি জিততে চাই। একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, ২-৩ মাসের জন্য ভারতে খেলতে আসিনি। আগামী দিনেও ইস্টবেঙ্গলে থাকতে চাই। আমার তো মনে হয়, আইএসএলের প্লে-অফ খেলবে ইস্টবেঙ্গল।’