Sunil Chettri : মেসি-রোনাল্ডোকেও হারাতে পারি! সাফ জিতে বড় মন্তব্য সুনীলের
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও পিছনে ফেলে দিতে পারেন। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর মন্তব্য সুনীল ছেত্রীর।
কলকাতা : আন্তর্জাতিক গোলসংখ্যা বাড়ছে তরতর করে। সুনীল ছেত্রীর (Sunil Chettri) বর্তমান আন্তর্জাতিক গোলসংখ্যা ৯২। সেঞ্চুরি ছুঁতে আর আটটি গোলের প্রয়োজন। তাঁর আগে রয়েছেন মাত্র দু’জন। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দু’জনের গোলসংখ্যা একশোর বেশি। সুনীল কি কোনওদিন পারবেন গোল সংখ্যায় এই দুই মহাতারকাকে ছাপিয়ে যেতে? প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ভারত অধিনায়ক। ঘরের মাঠে দেশকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়ে প্রশংসায় ভাসছেন সুনীল। দেশের হয়ে পরপর সাফল্যে তাঁর মধ্যে আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে একদিন মেসি-রোনাল্ডোকে পিছনে ফেলে দেওয়ার স্বপ্ন দেখেন। সুনীল বলেছেন, প্রয়োজন হলে দেশের জন্য মেসি, রোনাল্ডোকেও হারাতে পারি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সুনীলের নেতৃত্বে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়েছে ভারত। সপ্তাহখানেক আগে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে কুয়েতকে হারিয়ে জয়ধ্বজা উড়িয়েছে ব্লু টাইগার্স। তার আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে ফিরেছিল ভারত। দুটি টুর্নামেন্টেই ৩৮ বছরের সুনীল ছেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজের পারফরম্যান্সে গোটা দলকে অনুপ্রাণিত করেছেন। এরই সঙ্গে তাঁর ব্যক্তিগত গোল সংখ্যা পৌঁছেছে ৯২-তে। তবে ব্যক্তিগত অর্জনে চেয়ে দেশের হয়ে জোট বেঁধে সাফল্যতেই বেশি ঝোঁক সুনীলের। সাফ জয়ের পর নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বড় মন্তব্য শোনা গিয়েছে সুনীলের মুখে। তিনি বলেন, “প্রশ্নটা যখন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার তখন মেসি এবং রোনাল্ডোকেও হারিয়ে দিতে পারি।”
ফিটনেসে ২৪-এর তরুণকে দশ গোল দিতে পারেন ৩৮ বছরের সুনীল। এই বয়সেও ভীষণ চনমনে তিনি। বয়সের কারণে যত দিন এগোচ্ছে সুনীলের অবসর প্রসঙ্গ ততই জোরালো হচ্ছে। তবে ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন নিজেকে এমন চনমনে মন হবে ততদিন খেলা চালিয়ে যাবেন। তিনি বলেন, “আমি এখন দারুণ অনুভব করছি। দেশের জন্য ভালো খেলার জন্য প্রেরণা পাই। যেদিন ভালো লাগবে না সেদিন ছেড়ে দেব। জানি না সেটা কখন হবে।”