লিভারপুলের অনুশীলন মাঠ এ বার ফাউলারের দখলে
গত বছরের নভেম্বরেই ঐতিহ্যশালী মেলউড ছেড়ে অত্যাধুনিক কার্কবিতে অনুশীলনের মাঠ স্থানান্তরিত করে লিভারপুল।
লিভারপুল: মেলউড ট্রেনিং গ্রাউন্ড (Melwood training ground)। স্টিফেন জেরার্ড, রবি ফাউলার, মাইকেল আওয়েনদের আঁতুড়ঘর। এখানে খেলেই প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে। লিভারপুলের (Liverpool) ঐতিহ্যশালী ট্রেনিং গ্রাউন্ড এ বার নিয়ে নিলেন দুই প্রাক্তনী। রবি ফাউলার (Robbie Fowler) আর জেমি ক্যারাঘার (Jamie Carragher)। লিভারপুলের দুই ঘরের ছেলে।
Honoured to be the new custodians of Melwood @Carra23 @WeAreTorus
Follow us @ThisIsMelwood @fefaUK pic.twitter.com/NJv31tfO3m
— Robbie Fowler (@Robbie9Fowler) May 14, 2021
গত বছরের নভেম্বরেই ঐতিহ্যশালী মেলউড ছেড়ে অত্যাধুনিক কার্কবিতে অনুশীলনের মাঠ স্থানান্তরিত করে লিভারপুল। মেলউডে এ বার খেলাধূলার পাশাপাশি হবে পড়াশোনাও। স্পোর্টস সায়েন্স, ফিজিওথেরাপি, কোচিং বিভিন্ন বিষয়ে পড়াশোনা হবে মেলউডে। যৌথ ভাবে যার দায়িত্ব সামলাবেন রবি ফাউলার এবং জেমি ক্যারাঘার। তবে মেলউডের ঐতিহ্যশালী ফুটবল মাঠ সেই জায়গাতেই থাকছে। অনেকের কাছে সেটা এক দর্শনীয় স্থান। তাই ফুটবল মাঠকে একই রেখে দিতে চান ফাউলার ও ক্যারাঘার।
লিভারপুলের জার্সিতেই দীর্ঘ ১৭ বছর খেলেছেন ক্যারাঘার। লিভারপুল ছাড়া অন্য কোনও ক্লাবে খেলেননি কখনও। রবি ফাউলার ৯ বছর খেলেন লিভারপুলে। ফলে রেডসদের সঙ্গে তাঁদের সম্পর্ক অনেক পুরনো।
আরও পড়ুন: সুনীলদের দ্রুত দোহা পাঠাতে চায় ফেডারেশন