ম্যান সিটির ফেরান তোরেস ভাঙলেন মেসির রেকর্ড

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডকে (Newcastle) ৪-৩ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পাশাপাশি পেপ গুয়ার্দিওলার নতুন ছাত্র ভেঙে দিলেন ১১ বছর আগে লিওনেল মেসির করা রেকর্ড। সব থেকে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। টেরেনিফের বিরুদ্ধে ২২ বছর ২০০ দিন বয়সে। মেসির থেকে ১২৫ দিন কম বয়সে তোরেস হ্যাটট্রিক করলেন। ফেরান তোরেসের হ্যাটট্রিকই কার্যত জয় এনে দিল লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটিকে।

| Updated on: May 15, 2021 | 5:33 PM
ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেন নিউক্যাসেলের এমিল ক্রাফিথ। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেন নিউক্যাসেলের এমিল ক্রাফিথ। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

1 / 7
৩৯ মিনিটে সিটিকে সমতায় ফেরান হোয়াও ক্যানসেলে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৩৯ মিনিটে সিটিকে সমতায় ফেরান হোয়াও ক্যানসেলে। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 7
ম্যান সিটির ফেরান তোরেস ভাঙলেন মেসির রেকর্ড

3 / 7
 ৪২ মিনিটে প্রথম গোল করে সিটিকে ফের এগিয়ে দেন ফেরান তোরেস।  (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৪২ মিনিটে প্রথম গোল করে সিটিকে ফের এগিয়ে দেন ফেরান তোরেস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 7
এরপর পেনাল্টি থেকে জোয়েলিন্টন নিউক্যাসেলকে সমতায় ফেরান। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

এরপর পেনাল্টি থেকে জোয়েলিন্টন নিউক্যাসেলকে সমতায় ফেরান। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

5 / 7
 ম্যাচের ৬২ মিনিটে জো উইলকের গোলে আবার এগিয়ে যায় নিউক্যাসেল। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

ম্যাচের ৬২ মিনিটে জো উইলকের গোলে আবার এগিয়ে যায় নিউক্যাসেল। (সৌজন্যে-নিউক্যাসেল টুইটার)

6 / 7
৬৪ ও ৬৬ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যান সিটির তোরেস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৬৪ ও ৬৬ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যান সিটির তোরেস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

7 / 7
Follow Us: