কোপার দল ঘোষণা ব্রাজিলের

২৪ জনের দলে নেই বর্ষীয়ান রাইট ব্যাক দানি আলভেস (Dani Alves), মিডফিল্ডার আর্থার (Arthur) এবং ফিলিপ কুটিনহো (Phillipe Coutinho)। হাঁটুর চোটের জন্য কোপা আমেরিকায় (Copa America) বিশ্রাম দেওয়া হয়েছে কুটিনহোকে (Coutinho)। রবিবার রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করছে ব্রাজিল (Brazil)। এরপর কলম্বিয়া, পেরু এবং ইকুয়েডরের খেলবেন নেইমাররা।

কোপার দল ঘোষণা ব্রাজিলের
ব্রাজিলের দল ঘোষণা তিতের। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Jun 10, 2021 | 4:00 PM

রিও ডি জেনেইরো: দীর্ঘ টানাপোড়েনের পর কোপা আমেরিকায় (Copa America) অংশ নিতে রাজি হন ব্রাজিলের ফুটবলাররা। কোপার দল ঘোষণা করলেন ব্রাজিলের (Brazil) কোচ তিতে। ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেন তিনি। গতবারের কোপা চ্যাম্পিয়নরা এ বারও ঘরের মাঠেই খেলবে। কোভিডের জন্য কোপা আয়োজন করতে চায়নি কলম্বিয়া এবং আর্জেন্তিনা। শেষ পর্যন্ত কোপা স্থানান্তরিত হয় ব্রাজিলে (Brazil)।

LISTA FINAL ?

A #SeleçãoBrasileira está convocada para a Copa América! O Brasil estreia no domingo (13) e luta por mais uma taça da competição. pic.twitter.com/0HrMgp4q9W

— CBF Futebol (@CBF_Futebol) June 9, 2021

২৪ জনের দলে নেই বর্ষীয়ান রাইট ব্যাক দানি আলভেস (Dani Alves), মিডফিল্ডার আর্থার (Arthur) এবং ফিলিপ কুটিনহো (Phillipe Coutinho)। হাঁটুর চোটের জন্য কোপা আমেরিকায় (Copa America) বিশ্রাম দেওয়া হয়েছে কুটিনহোকে (Coutinho)। রবিবার রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করছে ব্রাজিল (Brazil)। এরপর কলম্বিয়া, পেরু এবং ইকুয়েডরের খেলবেন নেইমাররা।

আরও পড়ুন: ইউরোর আগে ছন্দে রোনাল্ডোরা

একনজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার: আলিসন বেকার, এডারসন, উইভার্টন

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনোস, দানিলো, অ্যালেক্স স্যান্ড্রো, এডার, রেনান, ফেলিপে, এমার্সন রয়্যাল

মিডফিল্ডার: কাসেমিরো, লুকাস, ফাবিনহো, ফ্রেড, এভার্টন রিবেইরো, ডগলাস

ফরোয়ার্ড: নেইমার, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, এভার্টন, রিচার্লিসন, গ্যাব্রিয়েল বারবোসা, ভিনিশিয়াস জুনিয়র

কোচ- তিতে