চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় ম্যাঞ্চেস্টার সিটির
উয়েফা চ্যম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) ২-১ হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ঘরের মাঠে জয় পেলেন ফিল ফডেনরা। জয়ের পর ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা দারুণ খুশি হয়েছেন। তিনি বলেছেন, "আমরা জেতার জন্যই খেলতে নেমেছিলাম। প্রথমার্ধে আমরা সেভাবে বল দখল করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।"
Most Read Stories