FIFA World Cup 2022: দেশের জার্সিতে ৫৩টি গোল করে নজির গড়লেন কে?
বয়স যে কোন বাধা মানে না, তাঁর অন্যতম উদাহরণ হল ফ্রান্সের অলিভিয়ের জিরো। কাতার বিশ্বকাপে প্রথম থেকেই দলকে এগিয়ে নিয়ে যান ৩৬ বছরের জিরো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে থিয়েরি অঁরিকে ছুঁয়েছিলেন। শেষ-১৬-তে পোল্য়ান্ডের বিরুদ্ধে গোলের পর ছাপিয়ে যান অঁরির নজির।
দোহা: ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল(Brazil)। অন্য দিকে, নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা(Argentina)। এ বার চোখ ছিল গত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের দিকে। রবিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ফ্রান্স। তবে ফ্রান্স ঝড়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি থ্রি-লায়ন্সরা। ২-১ ব্যাবধানে শেষ হয় ম্যাচ। ফ্রান্সের(France) হয়ে গোল করেন শৌমেনি ও ফ্রান্সের তারকা ফুটবলার অলিভিয়ের জিরো। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৬ বছরের জিরো। দেশের জার্সিতে একাধিক গোল তাঁর। ইতিমধ্যেই ছাপিয়ে গেছেন বহু কিংবদন্তির রেকর্ড। রবিবার হ্যারি কেনদের হারানোর পর কী বলছেন জিরো? তুলে ধরল TV9 Bagla।
বয়স যে কোন বাধা মানে না, তাঁর অন্যতম উদাহরণ হল ফ্রান্সের অলিভিয়ের জিরো। কাতার বিশ্বকাপে প্রথম থেকেই দলকে এগিয়ে নিয়ে যান ৩৬ বছরের জিরো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে থিয়েরি অঁরিকে ছুঁয়েছিলেন। শেষ-১৬-তে পোল্য়ান্ডের বিরুদ্ধে গোলের পর ছাপিয়ে যান অঁরির নজির। কোয়ার্টার ফাইনালের আগে দেশের জার্সিতে ৫২টি গোলের রেকর্ড ছিল তাঁর। তার জন্য তাঁকে দলের পক্ষ থেকে সেরা স্ট্রাইকার হিসেবে ৫২ নম্বর লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয়েছিল। সেই জার্সি হাতে জিরো বলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করা নিয়ে আশাবাদী তিনি।
৩৬ বছরের স্টাইকারের কথায় বোঝাই গিয়েছিল হ্যারি কেনদের বিরুদ্ধে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তাই সত্যি হল। রবিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলটি করে জয়ের ব্যাবধান বাড়িয়ে দেন তিনি। ইংল্যান্ডোর বিরুদ্ধে ২-১’এ জিতে শেষ চারে এখন ফ্রান্স। জয়ের পর জিরোকে বলতে শোনা যায়, ভাগ্যবান তাঁরা। বিপক্ষ ইংল্যান্ডের প্রশংসাও করেন তিনি। তাঁর মতে হ্যারি কেন পেনাল্টি মিস করলেও ৯০ মিনিট ভালো খেলেছে ইংল্যান্ড। জিরোর কথায়, “এটাই ফুটবল, এখানে একটা ছোট্ট ভুল অনেক কিছু থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমরা ভালো খেলে দেখিয়ে দিয়েছি।”