Xavi Hernandez: জটিলতা কাটিয়ে বার্সার কোচ জাভিই

কাতারের ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও তাতে বেরিয়ে আসার ক্লজও ছিল। তবে, তার জন্য বিপুল অর্থ খরচ করতে হত বার্সাকে। তা নিয়েই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত দুই ক্লাব সমঝোতায় এসেছে।

Xavi Hernandez: জটিলতা কাটিয়ে বার্সার কোচ জাভিই
Xavi Hernandez: জটিলতা কাটিয়ে বার্সার কোচ জাভিই
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 5:42 PM

বার্সেলোনা: আর জটিলতা নেই। জাভি হার্নান্ডেজকেই (Xavi Hernandez)  কোচ হিসেবে পাচ্ছে বার্সেলোনা (Barcelona)। কিংবদন্তি মিডফিল্ডার এখন যে টিমের কোচিং করাচ্ছিলেন, সেই আল সাদও জানিয়ে দিয়েছে, জাভিকে তারা ছেড়ে দিতে প্রস্তুত। লিও মেসি ক্লাব ছাড়ার পর থেকেই যেন চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সা। মরসুমের শুরু থেকেই কোচ রোনাল্ড কোম্যান চরম বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। টিমকে সাফল্য তো দিতেই পারছিলেন না, উল্টে ঘরোয়া লিগে একের পর এক হার আর ড্র-তে চাপ বাড়ছিল। বিতর্কের মুখে পড়ে তিনি পদত্যাগ করার পর থেকেই নতুন কোচ হিসেবে জাভিকে নেওয়ার প্রক্রিয়া শুরু করে বার্সা।

কাতারের ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও তাতে বেরিয়ে আসার ক্লজও ছিল। তবে, তার জন্য বিপুল অর্থ খরচ করতে হত বার্সাকে। তা নিয়েই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত দুই ক্লাব সমঝোতায় এসেছে। আল সাদের (Al Sadd) তরফে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব প্রশাসন কোচ জাভিকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্সালোনা চুক্তি অনুযায়ী অর্থ মিটিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে দুই ক্লাব নিজেদের সম্পর্ককে গুরুত্ব দিয়েছে।’ অবশ্য বার্সেলোনার তরফে এখনও কোচ জাভিকে নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

বার্সার দায়িত্ব নেওয়ার পরই যে চরম পরীক্ষার মুখে পড়বেন জাভি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টিম নতুন করে গোছাতে তো হবেই, একই সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুত পরিস্থিতির সামাল দিতে হবে। ক্লাবের কিংবদন্তি হওয়ায় জাভির উপর আস্থা রয়েছে ক্লাব কর্তা ও সমর্থকদের। কিন্তু সাফল্যে দিতে না পারলে কিন্তু জাভিকে নিয়েও প্রশ্ন উঠে যাবে। আনসু ফাতি, ওসমানে দেম্বেলে, ফিলিপ কুটিনহো, সর্গিও আগুয়েরোদের চোটই মরসুমের শুরু থেকে চাপে ফেলে দিয়েছে টিমকে। রাতারাতি সেই পরিস্থিতি যে পাল্টাবে না, তা নিয়েও কোনও সন্দেহ নেই। তবু জাভি সফল হবেন, এমন আশা করার একটাই কারণ, তাঁর বর্ণময় কেরিয়ার অনুপ্রাণিত করবে টিমকে।

জাভি নিজেও টিমের প্র্যাক্টিসে নামার জন্য মুখিয়ে রয়েছে। যে ক্লাব থেকে বিশ্ব ফুটবলে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সুপারস্টার মিডফিল্ডার দ্রুত পুরনো টিমকে সাফল্যে ফেরানোর লক্ষ্য নিয়েই নামবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।