Ronaldinho in Kolkata: আহিরিটোলা যুবক বৃন্দে চূড়ান্ত বিশৃঙ্খলা, গাড়ি থেকেই নামলেন না রোনাল্ডিনহো

Ronaldinho: তিনদিনের ঠাসা সূচিতে কলকাতা সফরে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ঠিক ছিল, বেলা ১টায় আহিরিটোলা পৌঁছবেন রোনাল্ডিনহো। যুবক বৃন্দের পুজো মণ্ডপ দেখার পাশাপাশি মঞ্চ আলো করে বসার কথাও ছিল ব্রাজিলিয়ান তারকার। সেই মতো মঞ্চও তৈরি ছিল। রোনাল্ডিনহোকে কাছ থেকে দেখার জন্য রাস্তার চারধারে উপচে পড়েছিল ভিড়।

Ronaldinho in Kolkata: আহিরিটোলা যুবক বৃন্দে চূড়ান্ত বিশৃঙ্খলা, গাড়ি থেকেই নামলেন না রোনাল্ডিনহো
কলকাতায় রোনালডিনহো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 5:08 PM

কলকাতা: ঠিক ছিল, ভালো মুহূর্তের সাক্ষী থাকবেন। ঠিক ছিল, তারকাকে কলকাতার পুজোর অভিনব স্বাদ দেবেন উদ্যোক্তারা। কিন্তু এরকম অভিজ্ঞতার সাক্ষী থাকবেন, তা কল্পনাও করেননি হয়তো। তিনদিনের সফরে কলকাতা এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। তাঁকে এক ঝলক দেখার জন্য সর্বত্র মানুষের হিড়িক। রাজারহাটের অ্যাকাডেমি হোক বা শ্রীভূমি স্পোর্টিং, রোনাল্ডিনহোকে দেখার সুযোগ পেয়েছেন অনুরাগীরা। কিন্তু আহিরিটোলা যুবক বৃন্দের উদ্যোক্তাদের চূড়ান্ত গাফিলতিতে একরাশ খারাপ অভিজ্ঞতা নিয়ে সেই জায়গা ছাড়লেন রোনাল্ডিনহো। নিরাপত্তার অভাব বোধ করায় গাড়ি থেকেই নামলেন না রোনাল্ডিনহো। ঘটনাটা ঠিক কী হয়েছিল? বিস্তারিত TV9Bangla Sports-এ।

তিনদিনের ঠাসা সূচিতে কলকাতা সফরে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ঠিক ছিল, বেলা ১টায় আহিরিটোলা পৌঁছবেন রোনাল্ডিনহো। যুবক বৃন্দের পুজো মণ্ডপ দেখার পাশাপাশি মঞ্চ আলো করে বসার কথাও ছিল ব্রাজিলিয়ান তারকার। সেই মতো মঞ্চও তৈরি ছিল। রোনাল্ডিনহোকে কাছ থেকে দেখার জন্য রাস্তার চারধারে উপচে পড়েছিল ভিড়। কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না উদ্যোক্তারা। স্থানীয় পুলিশ থাকলেও, তা ছিল সংখ্যায় একেবারে কম। রোনাল্ডিনহোর গাড়ি যখন আহিরিটোলা যুবক বৃন্দে পৌঁছয়, তখন ঘড়ির কাঁটা আড়াইটে। তিল ধারণের জায়গা ছিল না। সবই সুষ্ঠু ভাবে সম্পন্ন হতে পারত। শুধুমাত্র পুজো উদ্যোক্তাদের ভুলই মারাত্মক আকারে ধরা দিল আহিরিটোলায়।

পুজো মণ্ডপের কাছে রোনাল্ডিনহোর গাড়ি ঢুকতেই চরমে পৌঁছয় বিশৃঙ্খলা। ব্রাজিলিয়ান সুপারস্টারকে একবার ছুঁয়ে দেখার আর্তি নিয়ে কাছেও চলে আসেন অনেকে। কিন্তু ঠিক মতো ব্যারিকেড না থাকায় বিশৃঙ্খলা বিরাট আকার নেয়। গাড়ি থেকে ২ মিনিটের জন্য বেরোন রোনাল্ডিনহো। পরিস্থিতি বেগতিক দেখে গাড়িতে আবার ঢুকে যান। আর নামতে চাননি। শোনা যায়, নিরাপত্তার অভাব বোধ করায় তড়িঘড়ি জায়গা ছাড়তে চান। ওখানের সমস্ত অনুষ্ঠান বাতিল করেই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রোনাল্ডিনহোর গাড়ি। ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে অপেক্ষারত ভক্তরা উদ্যোক্তাদের গাফিলতিকেই দুষতে থাকেন। অনেক ভালোর মাঝেও এক খারাপ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন রোনাল্ডিনহো।