Sania Mirza: ২০ বছরের কেরিয়ারে কোটি কোটি টাকা রোজগার! সানিয়ার প্রাইজ মানি কত?
টেনিস জগতকে পাকাপাকিভাবে আলবিদা জানালেন সানিয়া মির্জা। দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপে হেরে চোখের জলে বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন।
কলকাতা: সানিয়া মির্জার (Sania Mirza) ২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের সমাপ্তি ঘটেছে। গত মঙ্গলবার ডব্লিউটিএ দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে সানিয়া এবং তাঁর আমেরিকান সঙ্গী ম্যাডিসন কি-কে রাশিয়ার ভেরোনিকা কুডারমেটোভা এবং লুডমিলা স্যামসোনোভাকে ৬-৪, ৬-০ ব্যবধানে পরাজিত করে। এরই সঙ্গে পেশাদার সার্কিটে সানিয়ার টেনিস (Tennis) কেরিয়ারের সমাপ্তি ঘটল। ৩৬ বছরের সানিয়া মির্জার ২০০৩ সালে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আবির্ভাব ঘটেছিল। গোটা কেরিয়ারে প্রাপ্ত তাঁর প্রাইজ মানির (Prize Money) অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। পুরস্কার মূল্য হিসেবে কেরিয়ারে কত টাকা আয় করেছেন সানিয়া? TV9 Bangla-র এই প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য।
সানিয়া মির্জা তাঁর কেরিয়ারে মোট ৬টি গ্র্যান্ড স্লাম এবং ৪৩টি ডাবলস খেতাব জিতেছেন। এই সময়ে সানিয়াও প্রচুর প্রাইজ মানি জিতেছিলেন। উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সানিয়া মির্জার মোট পুরস্কারের অর্থ ৬০ কোটি টাকার বেশি। চলতি বছরের প্রথম দুই মাসে প্রাইজ মানির মাধ্যমে ১৬ লাখ টাকার বেশি আয় করেছেন এই টেনিস তারকা। ওয়েবসাইট অনুসারে, ২০০৮ সালে সানিয়া মির্জা ৪ কোটিরও বেশি অর্থের পুরস্কার জিতেছিলেন।
“No-one really believed a girl from India could achieve things that people thought were just a joke.”
?? @MirzaSania bows out from her remarkable career at @DDFTennis ?pic.twitter.com/Z85N6qhL8P
— wta (@WTA) February 23, 2023
সানিয়া মির্জা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেন, “যাঁরা নিজের মতো করে কাজ করার সাহস রাখেন তাঁদের জন্য সমাজের পরিবর্তনগুলি মেনে নেওয়া উচিত। এর জন্য কাউকে নায়ক বা খলনায়ক হিসেবে পেশ করা উচিত নয়। আমার মনে হয় না যে কোনো নিয়ম বা নিষেধাজ্ঞা ভঙ্গ করেছি।” ট্রেন্ড সেটার হওয়ার প্রশ্নে সানিয়া মির্জা বলেন, “আমি সততা নিয়ে বাঁচতে চেষ্টা করি। এটাই আমি সবসময় করার চেষ্টা করেছি। আমি নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। নিজের শর্তে জীবনযাপন করার চেষ্টা করেছি।”