ICC RANKING: নামলেন বিরাট, উঠলেন বুমরাহ
টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগোলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নটিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন বুমরা (Jasprit Bumrah)। মোট ৯ উইকেট নিয়ে একলাফে প্রথম দশে ঢুকে পড়লেন ভারতের পেসার। নবম স্থানে রয়েছেন বুমরা। অলরাউন্ডারদের মধ্যে ব়্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)।
দুবাই: লর্ডস টেস্ট (Lords Test) শুরুর আগেই চিন্তা বাড়ল বিরাট কোহলির (Virat Kohli)। ফর্মের ধারেকাছে নেই ভারত অধিনায়ক। ২ বছর হয়ে গেল, ব্যাটে সেঞ্চুরি নেই। এ বার আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকা (ICC Ranking) থেকেও এক ধাপ নামলেন কোহলি (Virat Kohli)। নটিংহ্যাম (Nottingham) টেস্টে প্রথম বলেই আউট হয়ে যান বিরাট। যার প্রভাব পড়ল ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking)। বিরাটকে টপকে ৪ নম্বরে উঠে এলেন ইংল্যান্ডের জো রুট (Joe Root)। পাঁচে নেমে গেলেন কোহলি (Virat Kohli)। ৬ নম্বরে আছেন রোহিত শর্মা (Rohit Sharma) আর সাতে ঋষভ পন্থ (Rishabh Pant)। শীর্ষে রইলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনই (Kane Williamson)।
আরও পড়ুন: OLYMPICS: প্রধানমন্ত্রীর পেপ টকেই মনোবল বাড়ে মনপ্রীতদের
টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগোলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নটিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন বুমরা (Jasprit Bumrah)। মোট ৯ উইকেট নিয়ে একলাফে প্রথম দশে ঢুকে পড়লেন ভারতের পেসার। নবম স্থানে রয়েছেন বুমরা। অলরাউন্ডারদের মধ্যে ব়্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। বেন স্টোকসকে (Ben Stokes) পিছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন বাঁ-হাতি অলরাউন্ডার। শীর্ষে জেসন হোল্ডার (Jason Holder)।
↗️ Jasprit Bumrah is back in the top 10 ↗️ James Anderson, Joe Root move up
Players from England and India make gains in the latest @MRFWorldwide ICC Men’s Test Rankings.
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/z2icdZFYpe
— ICC (@ICC) August 11, 2021
এ দিকে ৩ বছর পর টি-টোয়েন্টিতে (T-20) শীর্ষে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আফগানিস্তানের মহম্মদ নবিকে টপকে একে উঠে এলেন সাকিব। টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট এবং ১ হাজার রানের নজির গড়েছেন সাকিব আল হাসান।