India vs China Hockey: হকিতে বিশাল ব্যবধানে চিন বধ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের
Asian Champions Trophy 2024: টোকিও অলিম্পিকের পর ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দুর্দান্ত পারফরম্যান্স জারি থাকে প্যারিস অলিম্পিকেও। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের জোড়া লক্ষ্য। ২০২৬ সালে বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিক, দুই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু।
টোকিওর পর প্যারিস। অলিম্পিকে টানা দু-বার ব্রোঞ্জ এনেছে ভারতীয় পুরুষ হকি দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শুরুটা দুর্দান্ত হল। গত বার ঘরের মাঠে খেতাব জিতেছিল ভারত। এ বার আয়োজক চিনকে ৩-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করল ভারত। টোকিও অলিম্পিকের পর ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দুর্দান্ত পারফরম্যান্স জারি থাকে প্যারিস অলিম্পিকেও। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের জোড়া লক্ষ্য। ২০২৬ সালে বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিক, দুই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু।
প্যারিস অলিম্পিক থেকে ব্রোঞ্জ আনা দলটাকেই কার্যত ধরে রেখেছে ভারত। সিনিয়র গোলরক্ষক অলিম্পিকের পরই অবসর নেন। ফলে স্কোয়াডে বেশ কয়েকজন তরুণকেও সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই টিম সেট করতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চিনের বিরুদ্ধে যেন সেই দৌড়টাই শুরু হল। শেষ কোয়ার্টারে একটা সুযোগ অল্পের জন্য মিস না হলে ভারতের পক্ষে স্কোর লাইন ৪-০ হতে পারত।
ভারতীয় হকিতে এ দিন শ্রীজেশ পরবর্তী নতুন অধ্যায় শুরু হল। চিনের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে স্কোর লাইন ১-০ করেন সুখজিৎ সিং। যুগরাজ সিংয়ের অনবদ্য পাসে সুযোগসন্ধানী সুখজিতের গোল। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের লিড বাড়ান উত্তম সিং। শুটিং সার্কেল থেকে জোরালো শটে গোল। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে তিন নম্বর গোল অভিষেকের। প্রথম ম্যাচেই ক্লিন শিট রেখে জয়, ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, এ বিষয়ে সন্দেহ নেই। ভারত আগামিকাল দ্বিতীয় ম্যাচে খেলবে জাপানের বিরুদ্ধে।
Team India off to a perfect start here at Hulunbuir, Inner Mongolia in the Hero Asian Champions Trophy 2024 with a 3-0 win over the hosts China.
Sukhjeet Singh, Uttam Singh and Abhishek score for Team India.
Next up Japan🇯🇵 tomorrow at 1.15 PM (IST)#HeroACT2024 #IndvChn… pic.twitter.com/rh1Sc5MTZy
— Hockey India (@TheHockeyIndia) September 8, 2024