চতুর্থ টেস্টে নেই বুমরা

চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি তিনি।

চতুর্থ টেস্টে নেই বুমরা
চতুর্থ টেস্টে নেই বুমরা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2021 | 2:58 PM

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) চতুর্থ টেস্টে খেলছেন না পেস বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ব্যক্তিগত কারণে টিম থেকে রিলিজ করে দেওয়া হল তাঁকে। বেন স্টোকসদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজেও খেলবেন না তিনি। আগেই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল বোর্ড।

শনিবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, চতুর্থ টেস্টে যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়, তার জন্য বুমরা বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিল। সেই কথা মাথায় রেখেই ওঁকে টিম থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। চতুর্থ টেস্টের দল নির্বাচনে বুমরাকে বিবেচনা করা হবে না। তবে, টিমে কোনও পরিবর্তন হচ্ছে না। নতুন কাউকে টিমে নেওয়াও হবে না।

আরও পড়ুন: মোতেরার পিচকে দুষছেন বেঙ্গসরকরও

এতদিন বিদেশের মাঠেই যত টেস্ট খেলেছেন বুমরা। চেন্নাইয়ে, ঘরের মাঠে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দিয়ে মহম্মদ সিরাজকে খেলানো হয়। মোতেরায় তৃতীয় টেস্ট বুমরার কাছে ছিল ঘরের মাঠ। তবে চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি তিনি। পারিবারিক কারণকে তুলে ধরা হয়েছে।