Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIFF-FSDL: এশিয়ান গেমসের সময় আইএসএল, ফেডারেশন সভাপতির অনুরোধ রাখা হল না!

Indian Football News: জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের সঙ্গে ক্লাবের দ্বন্দ্ব অন্তহীন। কিংস কাপ এবং এশিয়ান গেমসের জন্য আগে থেকে শিবির শুরু করতে চেয়েছিলেন স্টিমাচ। বেশির ভাগ ক্লাবই ফুটবলার ছাড়েনি। এশিয়ান গেমসের সময় একই সমস্যা দাঁড়াবে।

AIFF-FSDL: এশিয়ান গেমসের সময় আইএসএল, ফেডারেশন সভাপতির অনুরোধ রাখা হল না!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 4:57 PM

নয়াদিল্লি: ঘোষণা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুমের সূচি। ২০২৩-২৪ আইএসএল শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। তার দু-দিন পরই শুরু এশিয়ান গেমস। বেশ কিছু টিম ইভেন্ট অবশ্য আগেই শুরু হয়ে যাচ্ছে। এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে ভারতের ম্যাচ রয়েছে ১৯ সেপ্টেম্বর। সে কারণেই সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে চেয়েছিলেন কিছুদিন পিছিয়ে দেওয়া হোক আইএসএল। যদিও এফএসডিএল সেই অনুরোধে কানই দিল না। এশিয়ান গেমসের সময়ই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে সুযোগ পাওয়ার কথা ছিল না ভারতীয় ফুটবল দলের। টিম ইভেন্টের ক্ষেত্রে এশিয়ার মধ্যে সেরা আটে থাকতে হয়। এশিয়ার মধ্যে ভারত রয়েছে ১৮ নম্বরে। একই নিয়মে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে খেলতে পারেনি ভারতীয় ফুটবল দল। এ বছর ব্লু টাইগার্সদের অনবদ্য পারফরম্যান্স। ফুটবলপ্রেমীরা দাবি তুলেছিলেন সুনীলদের এশিয়ান গেমসে সুযোগ দেওয়া হোক। হেড কোচ ইগর স্টিমাচ খোদ প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ করেন। অবশেষে ক্রীড়ামন্ত্রকের তরফে ভারতীয় ফুটবল দলে পাঠানোর সিদ্ধান্ত হয়।

জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে ফেডারেশনের সঙ্গে ক্লাবের দ্বন্দ্ব অন্তহীন। কিংস কাপ এবং এশিয়ান গেমসের জন্য আগে থেকে শিবির শুরু করতে চেয়েছিলেন স্টিমাচ। বেশির ভাগ ক্লাবই ফুটবলার ছাড়েনি। এশিয়ান গেমসের সময় একই সমস্যা দাঁড়াবে। এক দিন আগেই এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছিলেন, ‘এফএসডিএল কর্তাদের সঙ্গে কথা বলব যাতে লিগ অন্তত ১০ দিন পিছিয়ে দেওয়া হয়। তাহলে আমরা এশিয়ান গেমসের জন্য ফুল স্কোয়াড পাব। দেশের স্বার্থ সবার আগে।’

এফএসডিএল-এর কর্তা অবশ্য বলেন, ‘আইএসএলের সূচি অনেক আগেই এআইএফএফ সহ প্রয়োজনীয় সকলের সঙ্গে আলোচনা হয়েছে।’