IPL 2021 Orange Cap: সানডে-তে আইপিএলের ডাবল ব্লাস্টার ম্যাচের আগে জেনে নিন কার দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ…

জেনে নিন আইপিএলের (IPL) ২৭টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে এগিয়ে রয়েছেন কারা

IPL 2021 Orange Cap: সানডে-তে আইপিএলের ডাবল ব্লাস্টার ম্যাচের আগে জেনে নিন কার দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ...
সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট
Follow Us:
| Updated on: May 02, 2021 | 2:14 PM

কলকাতা: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার আইপিএলের (IPL) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টানটান ম্যাচে চেন্নাইকে হারিয়ে ২ পয়েন্ট কেড়ে নেয় মুম্বই। মায়ানগরীর দলের জয়ের নেপথ্যে ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। রোহিতদের কাছে হারার পরও পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ক্যাপ্টেন কুলের দল। আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের তাঁর দল রয়েছে পাঁচ নম্বরে। কিন্তু তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে শীর্ষে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ হয়েছে। এই ২৭ ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। গব্বরকে টপকে ২ নম্বরে পৌঁছে গেছেন সিএসকের ওপেনার ফাফ দু প্লেসি। গত কাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫০ রানের ইনিংস খেলেন দু প্লেসি।

এই ২৭টি ম্যাচের নিরিখে বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে ৩৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন ৭ম্যাচে ৩২০ রান করা চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি। তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। ৭টি ম্যাচে ৩১১ রান এসেছে গব্বরের ব্যাট থেকে। ছয় ম্যাচে ২৬৯ রান করে দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ রয়েছেন চার নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্সের নেতা রোহিত শর্মা ৭ ম্যাচে ২৫০ রান করে পৌঁছে গেছেন ৫ নম্বরে।

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: রবিবারের দুই মেগা ম্যাচের আগে এক নজরে দেখে নিন পার্পল ক্যাপ রয়েছে কার দখলে…