বন্ডের টিপসে নিউজিল্যান্ড বধের অস্ত্র শানাচ্ছেন বুমরা

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলার সময় তো বটেই, দেশের হয়ে খেলার সময়ও যখনই প্রয়োজন পড়েছে, বন্ডকে (Shane Bond) পাশে পেয়েছেন জশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)।

বন্ডের টিপসে নিউজিল্যান্ড বধের অস্ত্র শানাচ্ছেন বুমরা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 14, 2021 | 2:52 PM

মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) যে প্রতিপক্ষর বিরুদ্ধে নামবেন তিনি, সেই দেশেরই এক প্রাক্তন তৈরি করেছে জশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। শুধু তাই নয়, ফাইনালেও প্রাক্তন কিউয়ি পেসার শেন বন্ডের (Shane Bond) পরামর্শ নেবেন ভারতীয় পেসার।

বন্ড দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিং কোচ। উঠে আসার দিনগুলোয় বুমরা তাঁর প্রচুর পরামর্শ পেয়েছেন। যা তাঁর বোলিংকে ধারালো করেছে অনেকখানি। মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিয়োয় বুমরা বলেছেন, ‘২০১৫ সালে ওকে আমি প্রথমবার দেখেছিলাম। তার আগে ছেলেবেলায় ওর বোলিং খুব ভালো লাগত। বন্ড যে ভাবে বল করত, টিমকে সাফল্য দিত, আমার দারুণ লাগত। ওর সঙ্গে যে কারণে প্রথম দিন থেকে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। বন্ডই আমার মানসিকতা বদলাতে প্রচুর সাহায্য করেছে। যেগুলো কাজে লাগিয়ে ক্রিকেট মাঠে আমি সাফল্য পেয়েছি। আমাদের দু’জনের সম্পর্কটা দিনে দিনে গড়ে উঠেছে।’

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় তো বটেই, দেশের হয়ে খেলার সময়ও যখনই প্রয়োজন পড়েছে, বন্ডকে পাশে পেয়েছেন। বন্ডের পরামর্শ কাজে লাগিয়ে সাফল্যও পেয়েছেন। বুমরা বলছেন, ‘দেশের হয়ে খেলার সময়ও আমি ওর সঙ্গে যোগাযোগ রাখি। ওর কাছে নতুন অনেক কিছু শেখা যায়। যেগুলো কাজে লাগিয়ে সাফল্যও পাই। বন্ডের সঙ্গে এই সম্পর্কটা ধরে রাখতে চাই।’

সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বুমরা। তাঁর উপর অনেকাংশে নির্ভর করবে টিমের সাফল্য। ওই সময়ও বন্ডের সঙ্গে যোগাযোগ রাখবেন বুমরা। তাঁর দেশেরই ব্যাটসম্যানদের বিরুদ্ধে যাতে সাফল্য পাওয়া যায়, বন্ডের কাছ থেকে তার টিপসও নেবেন

আরও পড়ুন: রিয়াল-আতলেতি যুদ্ধে জমজমাট খেতাবি লড়াই