ফেডেরারকে টপকে গেলেন জকোভিচ

এক এক টেনিস (Tennis) তারকার রেকর্ড ভেঙেই চলেছেন নোভাক (Novak Djokovic)।

ফেডেরারকে টপকে গেলেন জকোভিচ
ফেডেরারকে টপকে গেলেন জকোভিচ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2021 | 2:22 PM

লন্ডন: নোভাক জকোভিচের (Novak Djokovic) মুকুটে একের পর এক পালক জুড়েই চলেছে। কিছুদিন আগে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন। এই মুহূর্তে জোকারের ঝুলিতে রয়েছে ১৮টি গ্র্যান্ড। এতদিন রজার ফেডেরার (Roger Federer) সব থেকে বেশি সপ্তাহ এটিপির এক নম্বর র‌্যাঙ্কিংয়ে ছিলেন। জোকোভিচ এ বার ফেডেরারের সেই রেকর্ড ভেঙে দিলেন।

সার্বিয়ান তারকা টানা ৩১১ সপ্তাহ এক নম্বর র‌্যাঙ্কিং ধরে রেখেছেন। টানা ৩১০ সপ্তাহ এক নম্বরে থাকার রেকর্ড এতদিন ছিল ফেডেরারের ঝুলিতে। ফেডেক্সকে এ বার টপকে গেলেন জোকার। ২০টি গ্র্যান্ড স্লামের মালিককে ছাপিয়ে যেতে মাত্র দু’ধাপ দুরে রয়েছেন জোকার।

রেকর্ড তৈরিই তো হয় ভাঙার জন্য। জোকার তাঁর কেরিয়ারের এই রেকর্ড গড়ার দিনকে সহজ ভাবে বলেছেন, “আজকের দিনটা আমার কাছে বেশ বড়।” আর বড় হবে নাই বা কেন, তিনি ফেডেক্সকে ছাপিয়ে গেলেন যে!

আরও পড়ুন: International Women’s Day 2021: ভারতের নারী ‘দি বস’!

এক এক টেনিস তারকার রেকর্ড ভেঙেই চলেছেন নোভাক। এ বার আর দু’টো গ্র্যান্ড স্লাম পেলেই তিনি ছুঁয়ে ফেলবেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের রেকর্ড। জকোভিচ যে ফর্মে আছেন, তাও খুব বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না।