Asian Games 2023, Highlights Day 14: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার, হানঝাউ থেকে ১০৭ পদক নিয়ে দেশে ফিরছেন ভারতীয় অ্যাথলিটরা

| Updated on: Oct 07, 2023 | 6:29 PM

Asian Games 2023 Day 14 Live Updates in Bengali: শনিবার সকাল থেকে একের পর এক পদক এসেছে ভারতে। দেশবাসীর ঘুম ভাঙার আগেই সকাল সকাল ১০০পদক ঝুলিতে ভরে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু পদকের সেঞ্চুরি করেও খিদে মেটেনি ভারতীয় অ্যাথলিটদের। শেষমেশ ১০৭ পদকে গিয়ে থামে ভারত। এশিয়ান গেমসের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023, Highlights Day 14: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার, হানঝাউ থেকে ১০৭ পদক নিয়ে দেশে ফিরছেন ভারতীয় অ্যাথলিটরা
হানঝাউ গেমস থেকে ১০৭ পদক নিয়ে দেশে ফিরছেন ভারতীয় অ্যাথলিটরাImage Credit source: PTI

হানঝাউ: এশিয়ান গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা ভুরি ভুরি পদক নিয়ে দেশে ফিরছেন। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ১৪ নম্বর দিন ছিল। শনিবার সকাল থেকে একের পর এক পদক এসেছে ভারতে। দেশবাসীর ঘুম ভাঙার আগেই সকাল সকাল ১০০পদক ঝুলিতে ভরে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু পদকের সেঞ্চুরি করেও খিদে মেটেনি ভারতীয় অ্যাথলিটদের। আজ এশিয়াড থেকে মোট ১২টি পদক এসেছে। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ। সবমিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা হানঝাউ থেকে দেশে আনছেন ১০৭ পদক। তাতে রয়েছে সোনা ২৮টি। রুপো ৩৮টি এবং ব্রোঞ্জ ৪১টি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে নজর রাখুন, রইল এশিয়ান গেমসের ১৪ নম্বর দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Oct 2023 05:36 PM (IST)

    Asian Games 2023: ভারতের ঝুলিতে হানঝাউ থেকে কত পদক এল?

    এশিয়ান গেমসে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করলেন ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা হানঝাউ থেকে দেশে আনছেন ১০৭ পদক। তাতে রয়েছে সোনা ২৮টি। রুপো ৩৮টি এবং ব্রোঞ্জ ৪১টি।

  • 07 Oct 2023 04:41 PM (IST)

    Asian Games, Wrestling: হানঝাউয়ে ভারতীয় কুস্তিগিরদের সাফল্য

    এ বারের এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগিররা পেলেন মোট ৬টি পদক। জাকার্তা গেমসে ভারতে এসেছিল ৩টি পদক। তাতে ছিল ২টি সোনা ও ১টি ব্রোঞ্জ। এ বার হানঝাউ গেমসে ভারতে এসেছে ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ।

  • 07 Oct 2023 04:29 PM (IST)

    Asian Games, Chess: দাবায় জোড়া পদক

    এশিয়ান গেমসে ভারতের পদকের ঝুলি এখনও ভরছে। দাবায় এল জোড়া পদক। পুরুষদের দাবাতে সোনা জিতল ইরান। রুপো পেল ভারত। টিম ইন্ডিয়ার দাবার পুরুদের টিম ফিলিপিন্সকে হারিয়ে রুপো পেল। আর ভারতের মহিলাদের দাবা টিমও রুপো পেয়েছে।

  • 07 Oct 2023 04:15 PM (IST)

    Asian Games, Wrestling: দীপকের রুপো

    এশিয়ান গেমসে পুরুষদের কুস্তিতে ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে ইরানের কুস্তিগিরের কাছে হেরে গিয়েছেন দীপক পুনিয়া। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল দীপককে।

  • 07 Oct 2023 03:09 PM (IST)

    Asian Games, Hockey: ভারতের মেয়েরা পেলেন ব্রোঞ্জ

    এশিয়ান গেমসে মেয়েদের হকিতে ব্রোঞ্জ পদক ম্যাচ জিতল ভারত।

  • 07 Oct 2023 02:36 PM (IST)

    Asian Games, Cricket: সোনা জিতল ভারত

    এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে সোনা জিতল ভারতের ছেলেরা। বৃষ্টিতে ভারত-আফগানিস্তান ম্যাচ বেশ কিছুক্ষণ থমকে ছিল। এরপর ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। এবং জানানো হয় ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে সোনা জিতল ভারত।

  • 07 Oct 2023 02:23 PM (IST)

    Asian Games, Kabaddi: কবাডি ফাইনালে চরম

    উত্তপ্ত কবাডির ফাইনাল মঞ্চ। ভারত ও ইরানের প্লেয়ারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই দলের পয়েন্ট ২৯-২৯ থাকার পর ফের উত্তপ্ত হয় ফাইনাল ম্যাচের পরিবেশ। ম্যাচ রেফারি, কোচ সবার মধ্যে তুমুল অশান্তি দেখা যাচ্ছে।

  • 07 Oct 2023 02:20 PM (IST)

    Asian Games Men’s Cricket: কিছুক্ষণ পরই সিদ্ধান্ত!

    মাঠে এই মাত্র ঘোষণা হল স্থানীয় সময় বিকেল ৫.১৮ টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে, পরিত্যক্ত ঘোষণা হবে। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী, এশিয়াডে সেরা বাছাই দল সোনার পদক জিতবে। এশিয়ান গেমসে ভারত শীর্ষ বাছাই। অর্থাৎ ভারতীয় সময় ২.৩৮। অন্তত পাঁচ ওভারের ম্যাচের জন্য এটিই কাট-অফ টাইম। ক্রিকেটে দ্বিতীয় সোনা জয়ের পথে ভারত।

  • 07 Oct 2023 02:17 PM (IST)

    Asian Games, Kabaddi: ফাইনাল ম্যাচে বিরাট নাটক

    এশিয়ান গেমসে পুরুষদের কবাডি ফাইনালে চরম নাটক। আপাতত স্থগিত করা হল ইভেন্ট।

  • 07 Oct 2023 01:57 PM (IST)

    Asian Games Badminton: সোনার ইতিহাস

    ব্যাডমিন্টনে সোনার ইতিহাস। পুরুষদের ডাবলসে সোনা সাত্বিকসাইরাজ-চিরাগ জুটির।

  • 07 Oct 2023 01:23 PM (IST)

    Asian Games Men’s Cricket: বৃষ্টিতে থমকে ম্যাচ

    অনেক ক্ষণ ধরেই হালকা বৃষ্টি হচ্ছিল। ভারতীয় বোলাররা ঠিকঠাক বল গ্রিপই করতে পারছিলেন না। যদিও বলের বাক্স নিয়ে মাঠে ঢুকতে দেখা যায় এক কর্তাকে। মনে করা হয়েছিল শুধুমাত্র বল পরিবর্তন হবে। তবে বৃষ্টির তেজ বাড়তে থাকায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। মাঠে কভার দেওয়া হয়েছে। ১৮.২ ওভারে আফগানিস্তানের ১১২-৫ স্কোরে খেলা থামে।

  • 07 Oct 2023 11:52 AM (IST)

    Asian Games 2023: টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের

    অবশেষে টস হল। টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠালো ভারত।

  • 07 Oct 2023 11:35 AM (IST)

    Asian Games 2023: পিছিয়ে গেল ভারত বনাম আফগানিস্তান ম্যাচ

    মাঠ ভিজে থাকার কারণে, নির্ধারিত সময়ে শুরু হল না ভারত বনাম আফগানিস্তান ম্যাচ।

  • 07 Oct 2023 10:51 AM (IST)

    Asian Games, Wrestling: ফাইনালে দীপক

    উজবেকিস্তানের কুস্তিগিরকে ৪-৩ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে পৌঁছে গেলেন দীপক পুনিয়া।

  • 07 Oct 2023 09:47 AM (IST)

    Asian Games, Wrestling: সেমিফাইনালে দীপক

    এশিয়ান গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন দীপক পুনিয়া। তিনি কোয়ার্টার ফাইনালে ৭-৩ ব্যবধানে হারালেন জাপানি কুস্তিগির শিরাই শোটাকে।

  • 07 Oct 2023 08:48 AM (IST)

    Asian Games: ভারতের সাফল্যে প্রধানমন্ত্রীর বার্তা

    ১৯তম এশিয়ান গেমস থেকে ভারত ১০০ পদকের প্রত্যাশা পূর্ণ করায় শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

  • 07 Oct 2023 08:00 AM (IST)

    Asian Games 2023: ভারতের ১০০ পদক পূর্ণ

    ১৯তম এশিয়ান গেমসে ভারতে ১০০ পদক পূর্ণ। শনি-সকালে আর্চারিতে পরপর চার পদক এসেছে। মেয়েদের কাবাডিতে সোনা আসতেই ভারতের ১০০পদক পূর্ণ হয়ে গেল।

  • 07 Oct 2023 07:57 AM (IST)

    Asian Games, KABADDI: ভারতের মেয়েরা কাবাডিতে সোনা জিতল

    এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে ফাইনালে ভারত হারাল চাইনিজ তাইপেকে। ২৬-২৪ ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জিতল ভারত।

  • 07 Oct 2023 07:30 AM (IST)

    Asian Games, Archery: এক ইভেন্টে জোড়া পদক

    আর্চারিতে পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দুই ভারতীয় মুখোমুখি হয়েছিল। সেখানে ওজেশ প্রবীণ দেওতলে হারিয়েছেন অভিষেক ভার্মাকে। ফাইনালে ওজেশের স্কোর ১৪৯ আর অভিষেকের স্কোর ১৪৭। এই বিভাগে সোনা জিতেছেন ওজেশ আর রুপো পেয়েছেন অভিষেক।

  • 07 Oct 2023 06:50 AM (IST)

    Asian Games, Archery: আজকের প্রথম সোনা

    আর্চারিতে মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সাউথ কোরিয়ার তিরন্দাজকে ১৪৯-১৪৫ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা।

  • 07 Oct 2023 06:35 AM (IST)

    Asian Games, Archery: শনি-সকালে আর্চারিতে ভারতের প্রথম পদক

    শনি-সকালে হানঝাউ গেমস থেকে ভারতের পদক বন্যা। সকাল সকাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন অদিতি স্বামী। তিনি আর্চারিতে মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক ম্যাচে ইন্দোনেশিয়ার আর্চারকে ১৪৬-১৪০ ব্যবধানে হারিয়েছেন।

Published On - Oct 07,2023 6:30 AM

Follow Us: