Asian Games 2023 Team India Medals Tally: একশোর ‘ম্যাজিক ফিগার’ নিশ্চিত, নজর সোনার পদকে
Asian Games 2023 Medals Table 6 October in Bengali: শুক্রবার ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি হকিতে সোনা। পুরুষদের হকিতে হাল্লা-বোল হরমনপ্রীতদের সৌজন্যে। সোনার পদকের ম্যাচে জাপানকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারতীয় হকি দল। সোনার পদকের পাশাপাশি প্যারিস অলিম্পিকের কোটাও নিশ্চিত। এ দিন ব্রিজেও (তাস) পদক এসেছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলারও। পুরুষদের রুপোজয়ী ব্রিজ টিমে রয়েছেন কলকাতা মেট্রো রেলের কর্মী সুমিত মুখোপাধ্যায়।
কলকাতা: হানঝাউ এশিয়ান গেমসে স্লোগান সত্যি হওয়া সময়ের অপেক্ষা। এ বার একশো পার, ইতিমধ্যেই নিশ্চিত। নজরে সোনার পদক। সরকারি ভাবে ভারতের ঝুলিতে এখনও অবধি ৯৫টি পদক। যদিও বেশ কিছু পদক নিশ্চিত। ফলে সেই সংখ্যা ধরলে একশো যে পেরিয়ে যাচ্ছেই, তা বলাই যায়। কিন্তু আসন্ন পদকের রং কী হবে, সেটাই জানার অপেক্ষা। যা মিটে যেতে পারে আজই। ক্রিকেট, কবাডি, ব্যাডমিন্টন, তিরন্দাজিতে সোনার পদকের হাতছানি রয়েছে। হানঝাউতে সোনার পদক মোট কত গুলো হতে পারে! এখনও অবধি এশিয়ান গেমসের ইতিহাসে সেরা সাফল্য পেয়ে গিয়েছে ভারত। আরও ভালোর প্রত্যাশা তো থাকেই! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুক্রবার ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি হকিতে সোনা। পুরুষদের হকিতে হাল্লা-বোল হরমনপ্রীতদের সৌজন্যে। সোনার পদকের ম্যাচে জাপানকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারতীয় হকি দল। সোনার পদকের পাশাপাশি প্যারিস অলিম্পিকের কোটাও নিশ্চিত।
এ দিন ব্রিজেও (তাস) পদক এসেছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলারও। পুরুষদের রুপোজয়ী ব্রিজ টিমে রয়েছেন কলকাতা মেট্রো রেলের কর্মী সুমিত মুখোপাধ্যায়। দিনের প্রথম পদক এসেছে তিরন্দাজিতে। মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে ভিয়েতনামকে হারায় ভারত। একই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অল্পের জন্য হার, রুপোর পদক পুরুষদের।
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে চিনের লি শিফেংয়ের কাছে হার, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রণয়কে।সেপাকটাকরোতে ঐতিহাসিক পদক ভারতের। প্রথবার এই ইভেন্টে কোনও পদক। মেয়েদের রেগুতে সেমিফাইনালে থাইল্যান্ডের কাছে হারে ব্রোঞ্জ পদক এসেছে।
কুস্তি থেকে বরাবরই একঝাঁক পদক জেতে ভারত। শুক্রবার কুস্তিতে সোনম, কিরণ, অমন তিনজনই ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে এখনও অবধি ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ ভারতের ঝুলিতে।