Asian Games 2023 Schedule Today, 6 October: ক্রিকেটে আজ ভারত-বাংলাদেশ, নজরে হকি ফাইনাল, জেনে নিন সূচি
Asian Games 2023 Day-18 Schedule in Bengali: ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই টুর্নামেন্ট জিতে হকি তারকারা বলেছিলেন, এশিয়ান গেমসের জন্য আত্মবিশ্বাস বাড়বে। সেটা যে বেড়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। তবে আত্মবিশ্বাস এবং আত্মতুষ্টির পার্থক্য বোঝা যাবে আজ। হকির ফাইনালে জাপানের সামনে ভারত। সোনার পদকের হাতছানি টিম ইন্ডিয়ার। তেমনই নজর থাকবে আরও একটা টিম ইভেন্টে। পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
কলকাতা: এশিয়ান গেমসে আজ ভারতের ব্লকবাস্টার দিন হতে পারে। বিশেষ নজর থাকবে হকিতে। ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই টুর্নামেন্ট জিতে হকি তারকারা বলেছিলেন, এশিয়ান গেমসের জন্য আত্মবিশ্বাস বাড়বে। সেটা যে বেড়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। তবে আত্মবিশ্বাস এবং আত্মতুষ্টির পার্থক্য বোঝা যাবে আজ। হকির ফাইনালে জাপানের সামনে ভারত। সোনার পদকের হাতছানি টিম ইন্ডিয়ার। তেমনই নজর থাকবে আরও একটা টিম ইভেন্টে। পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। মেয়েদের ক্রিকেটে ঐতিহাসিক সোনার পদক জিতেছে ভারত। আজ বাংলাদেশকে হারিয়ে সোনার পদকের ম্যাচে যোগ্যতা অর্জনের লক্ষ্যে নামছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এ ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত ইভেন্টে নজর থাকবে। হানঝাউ এশিয়ান গেমসে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক নজরে ভারতের সূচি ও সময়
- তিরন্দাজি: পদকের ইভেন্ট-মেয়েদের রিকার্ভ টিম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও পদকের ম্যাচ, সকাল ৬.১০। পদকের ইভেন্ট-পুরুষদের রিকার্ভ টিম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও পদকের ম্যাচ সকাল ১১টা।
- ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস সেমিফাইনাল (এইচএস প্রণয়), সকাল ৮.৩০ থেকে। পুরুষদের ডাবলস সেমিফাইনাল (চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ), বিকেল ৪.৩০।
- ব্রিজ (তাস): পদকের ইভেন্ট-পুরুষদের টিম ফাইনাল সেশন ৪-৬। ভারত বনাম হংকং চিন, সকাল ৬.৩০ থেকে।
- ক্যানয় স্লালম: পুরুষদের ক্যানয় সেমিফাইনাল ও ফাইনাল, সকাল ৬.৩০টা, মেয়েদের কায়ক সেমিফাইনাল ও ফাইনাল, সকাল ৭.১৬।
- দাবা: পুরুষদের টিম রাউন্ড ৮ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৮ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
- ক্রিকেট: পুরুষদের সেমিফাইনাল ভারত বনাম বাংলাদেশ, সকাল ৬.৩০।
- ইকুয়েস্ট্রিয়ান: পদকের ইভেন্ট-জাম্পিং ব্যক্তিগত ইভেন্ট, সকাল ৬.৩০ থেকে।
- হকি: পদকের ইভেন্ট- পুরুষদের ফাইনাল ভারত বনাম জাপান, বিকেল ৪.০০।
- জু-জিৎসু: পদকের ইভেন্ট-মেয়েদের -৫২কেজি সকাল ৬.৩০, পদকের ইভেন্ট- পুরুষদের -৫৭ কেজি, সকাল ৬.৩০।
- কবাডি: মেয়েদের সেমিফাইনাল, ভারত বনাম নেপাল, সকাল ৭.০০ থেকে। পুরুষদের সেমিফাইনাল, ভারত বনাম পাকিস্তান, দুপুর ১২.৩০টা।
- রোলার স্কেটিং: মহিলাদের আর্টিস্টিক সিঙ্গল ফ্রি স্কেটিং শর্ট প্রোগ্রাম, সকাল ৬.৩০।
- সেপাকটাকরো: পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম মায়ানমার, সকাল ৬.৩০। যোগ্যাতা অর্জন করলে সেমিফাইনাল ১১.৩০ থেকে। মেয়েদের রেগু সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলে , দুপুর ১টা।
- সফ্ট টেনিস: পুরুষ ও মহিলাদের সিঙ্গলস গ্রুপ পর্ব, সকাল ৭.৩০।
- স্পোর্ট ক্লাইম্বিং: পুরুষদের বোল্ডার ও লিড সেমিফাইনাল ও ফাইনাল সকাল ৬.৩০।
- ভলিবল: মহিলাদের ক্লাসিফিকেশন ম্যাচ ৯-১২, ভারত বনাম মঙ্গোলিয়া, সকাল ৮টা।
- কুস্তি: পদকের ইভেন্ট-মেয়েদের ফ্রিস্টাইল ৬২কেজি, ৬৮ কেজি, ৭৬কেজি, পুরুষদের ফ্রিস্টাইল ৫৭কেজি, ৬৫ কেজি, সকাল ৭.৩০ থেকে।