Asian Games 2023, Athletics: হানঝাউ গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতে এল ভুরি ভুরি পদক!
Asian Games: এ বারের মতো এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটদের অ্যাথলেটিক্সে (Athletics) পথচলা শেষ হল। অ্যাথলেটিক্স থেকে দেশকে একগুচ্ছ পদক এনে দিয়েছেন ভারতের তারকারা। হানঝাউ গেমসে শুটিংয়ের পর অ্যাথলেটিক্স থেকেই এল সবচেয়ে বেশি পদক। ১৯তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে ২৯টি পদক পেয়েছেন ভারতের অ্যাথলিটরা।
হানঝাউ: ভারতের অ্যাথলিটরা হানঝাউ গেমস (Asian Games 2023) থেকে ভুরি ভুরি পদক দিচ্ছেন দেশকে। এ বারের এশিয়ান গেমসে আপাতত শুটিং ও অ্যাথলেটিক্স (Athletics) থেকে সবচেয়ে বেশি পদক এসেছে ভারতে। হানঝাউ গেমসে অ্যাথলেটিক্সে ভারতের স্কোয়াডে ছিলেন ৬৮ জন অ্যাথলিট। নীরজ চোপড়া, অবিনাশ সাবলে, পারুল চৌধুরিরা ৩৭টি ইভেন্টে অংশ নিয়েছিলেন। ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর অবধি ছিল অ্যাথলেটিক্সের ইভেন্ট। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে মোট ২৯টি পদক এসেছে ভারতে। তাতে রয়েছে ৬টি সোনা, ১৪টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসের ইতিহাসে এটি অ্যাথলেটিক্সে ভারতের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এর আগে ১৯৫১ সালের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ৩৪টি পদক এসেছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন ১৯তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতকে পদক দিয়েছেন যাঁরা —
১. নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রো – সোনা
২. তেজিন্দর পাল সিং তুর – পুরুষদের শট পাট – সোনা
৩. অবিনাশ সাবলে – পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ – সোনা
৪. পারুল চৌধুরি – মেয়েদের ৫০০০ মিটার – সোনা
৫. মহম্মন অনস, আমোজ জাকব, মহম্মদ আজমল, রাজেশ রমেশ (টিম) – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে – সোনা
৬. অন্নু রানি – মেয়েদের জ্যাভলিন থ্রো – সোনা
৭. হরমিলান বেয়ন্স – মেয়েদের ১৫০০ মিটার – রুপো
৮. হরমিলান বেয়ন্স – মেয়েদের ৮০০ মিটার – রুপো
৯. কার্তিক কুমার – পুরুষদের ১০০০০ মিটার – রুপো
১০. অজয় কুমার সরোজ – পুরুষদের ১৫০০ মিটার – রুপো
১১. মুরলী শ্রীশঙ্কর – পুরুষদের লং জাম্প – রুপো
১২. জ্যোতি ইয়ারাজি – মেয়েদের ১০০ মিটার হার্ডলস – রুপো
১৩. পারুল চৌধুরি – মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজ – রুপো
১৪. অ্যান্সি সোজন – মেয়েদের লং জাম্প – রুপো
১৫. বিদ্যা রামরাজ, ঐশ্বর্যা মিশ্র, প্রাচী, শুভা ভেঙ্কটেসন – মেয়েদের ৪X৪০০মিটার রিলে – রুপো
১৬. অবিনাশ সাবলে – পুরুষদের ৫০০০ মিটার – রুপো
১৭. রাজেশ রমেশ, বিদ্যা রামরাজ, মহম্মদ আজমল, শুভা ভেঙ্কটেসন – মিক্সড রিলে ৪X৪০০ – রুপো
১৮. কিশোর কুমার জেনা – পুরুষদের জ্যাভলিন থ্রো – রুপো
১৯. তেজস্বিন শঙ্কর – পুরুষদের ডেকাথলন – রুপো
২০. মহম্মদ আফসল – পুরুষদের ৮০০ মিটার – রুপো
২১. কিরণ বালিয়া – মেয়েদের শট পাট – ব্রোঞ্জ
২২. গুলবীর সিং – পুরুষদের ১০০০০ মিটার – ব্রোঞ্জ
২৩. জিনসন জনসন – পুরুষদের ১৫০০ মিটার – ব্রোঞ্জ
২৪. নন্দিনী আগাসারা – মেয়েদের হেপ্টাথলন – ব্রোঞ্জ
২৫. সীমা পুনিয়া – মেয়েদের ডিসকাস থ্রো – ব্রোঞ্জ
২৬. প্রীতি লাম্বা – মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজ – ব্রোঞ্জ
২৭. বিদ্যা রামরাজ – মেয়েদের ৪০০ মিটার হার্ডলস – ব্রোঞ্জ
২৮. প্রবীণ চিত্রাভেল – পুরুষদের ট্রিপল জাম্প – ব্রোঞ্জ
২৯. রাম বাবু ও মঞ্জু রানি – মিক্সড টিম ৩৫ কিমি রেস ওয়াক – ব্রোঞ্জ