Asian Games 2023 Highligts, Day 2: এশিয়াডের দ্বিতীয় দিন শুটিং-ক্রিকেটে সোনা, দিনশেষে পদক তালিকায় ভারত ছয়ে

| Updated on: Sep 25, 2023 | 7:44 PM

Asian Games 2023 Day 2 Live Updates in Bengali: আজ এশিয়াডের দ্বিতীয় দিন। মোট ১৪টি খেলায় দেখা গেল ভারতের অ্যাথলিটদের। সাঁতার, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, দাবা, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, জুডো, রাগবি, রোয়িং, সেইলিং, শুটিং, টেনিস ও উসুতে পারফর্ম করলেন ভারতের অ্যাথলিটরা। তার মধ্যে ভারতের মহিলা ক্রিকেট টিম নেমেছিল সোনার লক্ষ্যে। তা পূরণ করেছেন ভারতের মেয়েরা। এশিয়াডের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023 Highligts, Day 2: এশিয়াডের দ্বিতীয় দিন শুটিং-ক্রিকেটে সোনা, দিনশেষে পদক তালিকায় ভারত ছয়ে
হানঝাউ গেমসে মেয়েদের ক্রিকেটে সোনা জিতল ভারত।Image Credit source: PTI

হানঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম দিন ভারতে এসেছিল ৫টি পদক। রোয়িংয়ে চমক দেখিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিন শুটিংয়ে এসেছে জোড়া পদক। আর বাকি তিনটি রোয়িং থেকে। আজ এশিয়াডের দ্বিতীয় দিন। মোট ১৪টি খেলায় আজ দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১২১ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। সাঁতার, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, দাবা, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, জুডো, রাগবি, রোয়িং, সেইলিং, শুটিং, টেনিস ও উসুতে পারফর্ম করবেন ভারতের অ্যাথলিটরা। আজ এশিয়াডের দ্বিতীয় দিন ভারতে এল আরও ৬টি পদক। তার মধ্যে ২টি সোনা এবং ৪টি ব্রোঞ্জ। ভারতকে এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা দিয়েছেন শুটাররা। দ্বিতীয় সোনা এসেছে মেয়েদের ক্রিকেটে। TV9Bangla Sports এর এই লাইভব্লগে নজর রাখুন, তা হলে পাবেন এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Sep 2023 07:42 PM (IST)

    এশিয়াডের দ্বিতীয় দিনের খেলা শেষ

    ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিন ৫টি পদক এসেছিল ভারত। আজ, সোমবার এশিয়াডের দ্বিতীয় দিন ভারতে এল আরও ৬টি পদক। তার মধ্যে ২টি সোনা এবং ৪টি ব্রোঞ্জ। ভারতকে এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা দিয়েছেন শুটাররা। দ্বিতীয় সোনা এসেছে মেয়েদের ক্রিকেটে।

  • 25 Sep 2023 06:00 PM (IST)

    Asian Games, Wushu: উসুতে ভারতের এক পদক নিশ্চিত

    ১৯তম এশিয়ান গেমসে উসু থেকে এক পদক নিশ্চিত। মহিলাদের ৬০ কেজি বিভাগে রশিবিনা দেবী কাজাখস্তানের আইমান কার্সাগাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করলেন। উসুতে দুই সেমিফাইনালিস্ট ব্রোঞ্জ পদক পান। তাই সেমির কাঁটা যদি রশিবিনা পেরোতে না পারেন তা হলেও তিনি ব্রোঞ্জ পাবেন।

  • 25 Sep 2023 05:54 PM (IST)

    Asian Games, Wushu: উসুতে এগিয়ে চলেছে ভারত

    উসুতে পুরুষদের ৬০ কেজি বিভাগে ভারতের সূর্য ভানু প্রতাপ উজবেকিস্তানের ইসলোমবেক খায়দারভকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।

  • 25 Sep 2023 05:47 PM (IST)

    Asain Games, Boxing: শেষ ১৬-য় পৌঁছলেন দীপক

    পুরুষদের বক্সিংয়ে ৫১ কেজি বিভাগের রাউন্ড অব ৩২ এর ম্যাচে ভারতের দীপক মালয়েশিয়ার মুহম্মদ আব্দুল কাইয়ুম বিন আরিফিনকে ৫-০ ব্যবধানে হারিয়েছেন।

  • 25 Sep 2023 04:37 PM (IST)

    Asian Games, Cricket: এশিয়াডে সোনা ফলালেন তিতাস-স্মৃতিরা

    সকালে সোনা এসেছিল শুটিং থেকে। দুপুর গড়াতে না গড়াতেই ফের সোনা ভারতের ঝুলিতে। মেয়েদের ক্রিকেটে সোনা জিতল হরমনপ্রীত কৌরের টিম। ভারত ১১৬-৭ করেছিল। জবাবে ৯৭-৮এ শেষ শ্রীলঙ্কা। বাংলার তিতাস সাধু বল তাতে নিয়েছেন ৩ উইকেট। সফল বাংলার উইকেট কিপার রিচা ঘোষ। এই প্রথম মেয়েদের ক্রিকেটে অংশ নিয়েছে ভারত। আর নেমেই সোনা পেলেন স্মৃতি, শেফালি ভার্মারা।

    পড়ুন বিস্তারিত – Asian Games 2023: শুটিংয়ের পর ক্রিকেটেও, এশিয়ান গেমস থেকে সোনা আনলেন তিতাস-রিচা

  • 25 Sep 2023 04:20 PM (IST)

    Asian Games, Cricket: সোনা জিতে কী বললেন জেমাইমা?

    এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে সোনা জিতে কী বললেন জেমাইমা? রইল ভিডিয়ো –

  • 25 Sep 2023 02:45 PM (IST)

    Asian Games, Cricket: এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা

    শুটিংয়ের পর এশিয়ান গেমস থেকে ভারত দ্বিতীয় সোনা পেল ক্রিকেটে। মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলেন  স্মৃতি-তিতাসরা।

  • 25 Sep 2023 02:22 PM (IST)

    Asian Games, Cricket: পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা

    নীলাক্ষী ডি সিলভাকে ফেরালেন পূজা বস্ত্রকার। ৩৪ বলে ২৩ রান করে মাঠ ছাড়লেন নীলাক্ষী।

  • 25 Sep 2023 01:57 PM (IST)

    Asian Games, Cricket: ইনিংসের মাঝপথে শ্রীলঙ্কা

    ইনিংসের মাঝপথে শ্রীলঙ্কা। শুরুর ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা। ১০ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। ক্রিজে ওশাদি রনসিংহে এবং নীলাক্ষী ডি সিলভা। সোনা জিততে হলে বাকি থাকা ৬০ বলে শ্রীলঙ্কাকে তুলতে হবে ৬৭ রান।

  • 25 Sep 2023 01:38 PM (IST)

    Asian Games, Cricket: শ্রীলঙ্কার পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র শেষে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 25 Sep 2023 01:32 PM (IST)

    Asian Games, Cricket: তিতাসের তৃতীয় উইকেট

    শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট তুলে নিলেন তিতাস সাধু। বাংলার মেয়ে পরপর উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিল।

  • 25 Sep 2023 01:26 PM (IST)

    Asian Games, Cricket: দ্বিতীয় উইকেট নিলেন তিতাস

    বিশমি গুনারত্নের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ধাক্কা দিলেন তিতাস সাধু। শূন্যে ফিরলেন বিশমি।

  • 25 Sep 2023 01:20 PM (IST)

    Asian Games, Cricket: শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন

    শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দিলেন তিতাস সাধু। লঙ্কান ওপেনার অনুষ্কা সঞ্জীবনীর উইকেট তুলে নিলেন বাংলার মেয়ে তিতাস।

  • 25 Sep 2023 01:13 PM (IST)

    Asian Games, Cricket: রান তাড়া করতে নামল শ্রীলঙ্কা

    এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিততে হলে শ্রীলঙ্কাকে তুলতে হবে ১১৭ রান। শ্রীলঙ্কার ইনিংস শুরু। লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে নামলেন চামারি আতাপাত্তু এবং অনুষ্কা সঞ্জীবনী।

  • 25 Sep 2023 12:58 PM (IST)

    Asian Games, Cricket: ভারত থামল ১১৬ রানে

    • এশিয়ান গেমস ক্রিকেটে মেয়েদের ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ভারত তুলল ১১৬ রান।
    • ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে সর্বাধিক রান করেছেন স্মৃতি মান্ধানা (৪৬)।
    • ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন জেমাইমা রডরিগজ (৪২)।
    • শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারি এবং ইনোকা রণবীরা।
    • সোনা জিততে হলে ভারতকে তুলতে হবে ২০ ওভারে ১১৭ রান।
  • 25 Sep 2023 12:52 PM (IST)

    Asian Games, Tennis: কোয়ার্টার ফাইনালে রামকুমার-সাকেথ

    ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রামকুমার রমানাথন ও সাকেথ মাইনেনি। ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার শাটলারদের হারিয়েছেন ৬-৩, ৬-২ ব্যবধানে।

  • 25 Sep 2023 12:48 PM (IST)

    Asian Games, Swimming: সাঁতারে ফাইনালে ভারতের পুরুষ রিলে টিম

    ভারতের পুরুষদের ফ্রিস্টাইল রিলে টিম ফাইনালে জায়গা করে নিয়েছে।

  • 25 Sep 2023 12:39 PM (IST)

    Asian Games 2023, Cricket: ভারতের দলগত ১০০ রান পূর্ণ

    ভারতের দলগত ১০০ রান পূর্ণ হল। ওভার বাকি আর ৪। ক্রিজে রিচা ঘোষ (৯*) আর জেমাইমা রডরিগজ (৩৫*)।

  • 25 Sep 2023 12:38 PM (IST)

    Asian Games 2023, Cricket: স্মৃতির উইকেট হারাল ভারত

    ১৪.৫ ওভারে স্মৃতি মান্ধানার উইকেট তুলে নিলেন ইনোকা রণবীরা। ৪৫ বলে ৪৬ রান করে মাঠ ছাড়লেন স্মৃতিষ

  • 25 Sep 2023 12:25 PM (IST)

    Asian Games, Tennis: টেনিসে হতাশ করলেন বোপান্নারা

    পুরুষদের টেনিসে ডাবলসে শেষ-১৬তে হতাশ করলেন বোপান্নারা। ভারতীয় জুটি রোহান বোপান্না এবং ইউকি ভাম্বরি (শীর্ষ বাছাই) উজবেকিস্তানের সের্গেই ফোমিন এবং খুমায়ুন সুলতানভের কাছে হেরেছে।

  • 25 Sep 2023 12:15 PM (IST)

    Asian Games 2023, Cricket: ইনিংসের মাঝপথে ভারত

    ইনিংসের মাঝপথে ভারত। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ভারত তুলেছে ৫৯ রান। ওপেনার শেফালি ভার্মার উইকেট হারিয়েছে ভারত। ক্রিজে জেমাইমা রডরিগজ (১৭ বলে ২২* রান) এবং স্মৃতি মান্ধানা (২৮ বলে ২৭* রান)।
  • 25 Sep 2023 12:04 PM (IST)

    Asian Games 2023, Cricket: পাওয়ার প্লে শেষ

    ভারতের ইনিংসের পাওয়ার প্লে শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৫ রান

  • 25 Sep 2023 11:10 AM (IST)

    Asian Games 2023, Cricket: টস আপডেট

    এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে টস জিতলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

  • 25 Sep 2023 11:00 AM (IST)

    Asian Games, Shooting: শুটিংয়ে টিম ইভেন্টে ভারতের ব্রোঞ্জ

    শুটিংয়ে টিম ইভেন্টে ভারতের ব্রোঞ্জ। পুরুষদের ২৫ মিটার Rapid Fire Pistol ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন অনিশ ভানওয়ালা, বিজয়ভীর সিধু ও আদর্শ সিং।

  • 25 Sep 2023 10:34 AM (IST)

    Asian Games, Shooting: শুটিংয়ে এল আরও এক পদক

    শুটিংয়ে ভারতকে আরও একটি পদক এনে দিলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। তিনি পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন।

  • 25 Sep 2023 09:35 AM (IST)

    Asian Games, Rowing: রোয়িংয়ে এল আরও এক পদক

    ভারতের রোয়িং টিম আরও একটি পদক পেল। এ বার পুরুষদের Quadruple Sculls ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রোয়াররা। 

  • 25 Sep 2023 08:40 AM (IST)

    Asian Games, Rowing: রোয়িংয়ে ভারতের ব্রোঞ্জ

    এশিয়াডের প্রথম দিন রোয়িং থেকে তিনটি পদক এসেছিল ভারতে। আজ দ্বিতীয় দিনের শুরুতে ফের রোয়িং থেকে পদক এল। এ বার মেনস ফোর ইভেন্টে ব্রোঞ্জ পেল ভারতীয় টিম।

  • 25 Sep 2023 08:10 AM (IST)

    Asian Games 2023, Shooting: ভারতের প্রথম স্বর্ণপদক

    এশিয়াডের দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে এল প্রথম সোনা। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের (10m Air Rifle) টিম ইভেন্টে সোনা ফলালেন ভারতের দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।

Published On - Sep 25,2023 7:00 AM

Follow Us: