Asian Games 2023: এশিয়ান গেমসে প্রথম সোনা, বিশ্বরেকর্ড করে শুটিংয়ে দুরন্ত সাফল্য দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বর্য
Asian Games 2023, Shooting: হানঝাউ গেমস থেকে ১০০টা পদক আনা লক্ষ্য ভারতের। প্রথম দিনই এসেছিল ৫টা পদক। কিন্তু সোনার দেখা মেলেনি। দ্বিতীয় দিন সকালেই সেই আক্ষেপ মিটিয়ে দিল ভারতীয় টিম। ১০ মিটার এয়ার রাইফেলে এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।
হানঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম দিন দেখা মিলেছিল পদকের। দ্বিতীয় দিন সকালেই এল সোনা। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের (10m Air Rifle) টিম ইভেন্টে সোনা ফলালেন ভারতের দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার (Divyansh Singh Panwar, Rudrankksh Patil and Aishwary Pratap Singh Tomar)। দক্ষিণ কোরিয়া, চিনকে পিছনে ফেলে সোনা জয় ভারতের তিন ছেলের। হানঝাউ গেমসে সোনা প্রাপ্তির পাশাপাশি তৃপ্তির সপ্তমস্বর্গে থাকলেন দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বর্যরা। বিশ্বরেকর্ড করে জিতলেন সোনা। এ বারের এশিয়ান গেমসে শুটিং টিম নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। গতবার টোকিও অলিম্পিকে চরম নিরাশ করেছিলেন ভারতীয় শুটাররা। সেখান থেকে ভারত ঘুরে দাঁড়াবে, এমনই বলা হচ্ছিল। এশিয়ান গেমসকেই প্রত্যাবর্তনের মঞ্চ বলে ধরা হচ্ছিল। তাই হল। TV9Bangla Sportsএ বিস্তারিত।
হানঝাউ গেমস থেকে ১০০টা পদকের লক্ষ্য ভারতের। প্রথম দিন এসেছিল ৫টা পদক। তবে সোনার দেখা মেলেনি। দ্বিতীয় সকালেই সোনা দিলেন তিন ভারতীয় শুটার। দিব্যাংশ, রুদ্রাংশ, ঐশ্বর্যরা ১৮৯৩.৭ পয়েন্ট তুললেন দলগত বিভাগে। যা ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড। গত মাসেই বাকুতে বিশ্ব মিটে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের দলগত বিভাগে বিশ্বরেকর্ড করেছিল চিন। একমাস পর এশিয়ান গেমসের আসরে সেই টিমকে হারিয়েই বিশ্বরেকর্ড ও সোনা দুই পকেটে পুরলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমাররা। রুপো পেল দক্ষিণ কোরিয়ার (১৮৯০.১ পয়েন্ট), ব্রোঞ্জ চিনের (১৮৮৮.২ পয়েন্ট)।
তিন ভারতীয়ই কিন্তু টিম ইভেন্টে দুরনম্ত পারফর্ম করেছেন। রুদ্রাংশ ৬৩২.৫ পয়েন্ট তুলেছেন। ঐশ্বর্য ৬৩১.৬ এবং দিব্য়াংশ ৬২৯.৬ তুলেছেন। তিন জনই যে দুরন্ত ফর্মে ছিলেন, সন্দেহ নেই। এতেই শেষ নয়, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও উঠে পড়েছেন রুদ্রাংশ ও ঐশ্বর্য। ব্যক্তিগত ইভেন্ট থেকেও সোনা ফলাতে পারেন তাঁরা। আর তা যদি হয়, তা হলে দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে থাকবে আরও পদক। এ দিকে, সকালে রোয়িং থেকে এল আরও পদক। কক্সলেস ফোর ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনেছেন আশিস, ভীম সিং, জসবিন্দর সিং ও পুনীত কুমার।
টিম ইভেন্ট সোনা জিতলেও ব্যক্তিগত বিভাগে বড় সাফল্য এল না। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সোনা জিতলেন চিনের লিহাও সেং। রুপো হাজুং পার্কের। আর ব্রোঞ্জ ঐশ্বর্য প্রতাপ টোমারের। ব্যক্তিগত ইভেন্টে শুরুটা ভালো করলেও স্বপ্নপূরণ হল না ২২ বছরের শুটারের। চতুর্থ হলেন রুদ্রাংশ।