Asian Games 2023 Team India Medals Tally: নীরজের সোনা, ‘আশি’ পেরনোর হাসি টিম ইন্ডিয়ার

Asian Games 2023 Medals Table 4 October in Bengali: বুধবার মূলত নজর ছিল নীরজ চোপড়ার ইভেন্টে। জ্যাভলিনে আগের দিনও সোনা এসেছিল। মেয়েদের ইভেন্টে দেশকে জ্যাভলিনে প্রথম সোনা এনে দেন অন্নু রানি। বুধবার জ্যাভলিনে জোড়া পদক। নীরজের সোনায় আলোকিত কিশোর জেনার রুপো। জ্য়াভলিনেই তিনটি পদক ভারতের দখলে। বুধবার নীরজের পাশাপাশি সোনা এনেছে পুরুষদের 4X400 মিটার রিলে টিম।

Asian Games 2023 Team India Medals Tally: নীরজের সোনা, 'আশি' পেরনোর হাসি টিম ইন্ডিয়ার
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 12:49 AM

কলকাতা: এশিয়ান গেমসে ভারতের সেরা সাফল্য ছিল জাকার্তায়। গত এশিয়ান গেমসে অর্থাৎ জাকার্তায় সব মিলিয়ে ৭০টি পদক জিতেছিল ভারত। তিরন্দাজিতে ওজস-জ্যোতির সোনার পদকেই সেই সংখ্যা ছাপিয়ে যায় ভারত। এখন সেঞ্চুরির লক্ষ্যে আরও অনেকটা ধাপ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। বুধবারের ইভেন্ট শেষে ভারতের ঝুলিতে ৮১টি পদক! সার্বিক পদক তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে ভারত। এশিয়াডের ইতিহাসে ভারতের সেরা সাফল্য এল হানঝাউতে। এখনও অনেক ইভেন্ট বাকি। ফলে আরও পদকের প্রত্যাশা করাই যায়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বুধবার মূলত নজর ছিল নীরজ চোপড়ার ইভেন্টে। জ্যাভলিনে আগের দিনও সোনা এসেছিল। মেয়েদের ইভেন্টে দেশকে জ্যাভলিনে প্রথম সোনা এনে দেন অন্নু রানি। বুধবার জ্যাভলিনে জোড়া পদক। নীরজের সোনায় আলোকিত কিশোর জেনার রুপো। জ্য়াভলিনেই তিনটি পদক ভারতের দখলে। বুধবার নীরজের পাশাপাশি সোনা এনেছে পুরুষদের 4X400 মিটার রিলে টিম।

অ্যাথলেটিক্সে পদক সংখ্যা বাড়তে থাকে। মেয়েদের ৮০০ মিটারে রুপো হরমিলন বেয়ন্সের। পুরুষদের ৫হাজার মিটারে রুপো অবিনাশ সাবলের। ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন অবিনাশ। দিনের শুরুর দিকে ওজস প্রবীণ দেওতালে-জ্যোতি সুরেখা জুটিতে এ বারের এশিয়াডের ১৬তম সোনা জেতে ভারত।

সোনা-রুপোর মধ্যে ব্রোঞ্জও এসেছে। কুস্তিতে ৮৭ কেজি গ্রেকো রোমানে ব্রোঞ্জ সুনীল কুমারের। ৩৫ কিমি মিক্সড রেস ওয়াকিংয়ে ব্রোঞ্জ পদক রাম বাবু এবং মঞ্জু রানির। পদক তালিকায় শীর্ষে আয়োজক দেশ। ১৭১টি সোনা, ৯৪টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ চিনের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে জাপান ও উত্তর কোরিয়া। ৮১টি পদক নিয়ে ভারত চতুর্থ।