Asian Games 2023 Schedule Today, 5 October: হকির সেমিতে নামছে মহিলা দল, কুস্তিতে ‘অন্তিম’ নজর
Asian Games 2023 Day-17 Schedule in Bengali: চোটের কারণে শেষ মুহূর্তে এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বিনেশ ফোগট। জাকার্তায় গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল। বিনেশ ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। মেয়েদের ৫৩কেজি ফ্রিস্টাইল কুস্তিতে আজ নামছেন অন্তিম। অনূর্ধ্ব ২০ স্তরে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর ইভেন্টে বাড়তি নজর থাকবে।
কলকাতা: চোটের কারণে শেষ মুহূর্তে এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বিনেশ ফোগট। জাকার্তায় গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল। বিনেশ ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। মেয়েদের ৫৩কেজি ফ্রিস্টাইল কুস্তিতে আজ নামছেন অন্তিম। অনূর্ধ্ব ২০ স্তরে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর ইভেন্টে বাড়তি নজর থাকবে। পুরুষদের হকিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজ সেমিফাইনালে মহিলা হকি দল। এশিয়াডে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক নজরে ভারতের সূচি ও সময়
- তিরন্দাজি: পদকের ইভেন্ট-মেয়েদের কমপাউন্ড টিম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও পদকের ম্যাচ, সকাল ৬.১০। পদকের ইভেন্ট-পুরুষদের কমপাউন্ড টিম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও পদকের ম্যাচ সকাল ১১টা।
- অ্যাথলেটিক্স: পদকের ইভেন্ট- পুরুষদের ম্যারাথন ফাইনাল, ভোর ৪.৩০।
- ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (এইচএস প্রণয়), সকাল ৭.৩০ থেকে। মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (পিভি সিন্ধু) সকাল ৭.৩০, পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল (চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ), সকাল ৭.৩০।
- ব্রিজ (তাস): পুরুষদের টিম ফাইনাল ১-৩। ভারত বনাম হংকং চিন, সকাল ৬.৩০ থেকে।
- ক্যানয় স্লালম: পুরুষদের কায়ক হিট, সকাল ৭টা, পুরুষদের ক্যানয় হিট, সকাল ৭টা, মেয়েদের কায়ক হিট, সকাল ৭টা।
- দাবা: পুরুষদের টিম রাউন্ড ৭ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৭ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
- হকি: মহিলাদের সেমিফাইনাল ভারত বনাম চিন, দুপুর ১.৩০।
- জু-জিৎসু: পদকের ইভেন্ট-মেয়েদের -৪৮কেজি সকাল ৬.৩০, পদকের ইভেন্ট- পুরুষদের -৬২ কেজি, সকাল ৬.৩০।
- কবাডি: পুরুষদের টিম গ্রুপ এ, ভারত বনাম চাইনিজ তাইপে, সকাল ৮টা, মেয়েদের টিম গ্রুপ এ, ভারত বনাম জাপান, দুপুর ১.৩০ থেকে।
- রোলার স্কেটিং: পদকের ইভেন্ট-মেয়েদের ইনলাইন ফ্রি-স্টাইল স্কেটিং স্ল্যালম, সকাল ৬.৩০ থেকে। পদকের ইভেন্ট-পুরুষদের ইনলাইন ফ্রি-স্টাইল স্কেটিং স্পিড স্ল্যালম, সকাল ১১.৩০ থেকে।
- সেপাকটাকরো: পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম থাইল্যান্ড, সকাল ৬.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ভিয়েতনাম, সকাল ৭.৩০। পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ফিলিপিন্স, সকাল ১১.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম চিন, দুপুর ১২.৩০।
- সফ্ট টেনিস: মিক্সড ডাবলস প্রাথমিক পর্ব, দ্বিতীয় পর্ব, কোয়ার্টার ফাইনাল, সকাল ৭.৩০।
- স্পোর্ট ক্লাইম্বিং: পুরুষদের বোল্ডার ও লিড যোগ্যতা অর্জন সকাল ৬.৩০, মহিলাদের বোল্ডার ও লিড যোগ্য়তা অর্জন, সকাল ৬.৩০।
- স্কোয়াশ: পদকের ইভেন্ট মিক্সড ডাবলস ফাইনাল, সকাল ১১.৩০, পুরুষদের সিঙ্গলস ফাইনাল, দুপুর ২.৩০ থেকে।
- কুস্তি: পদকের ইভেন্ট-পুরুষদের গ্রেকো রোমান ৯৭কেজি, ১৩০ কেজি, মহিলাদের ফ্রিস্টাইল ৫০কেজি, ৫৩ কেজি, ৫৭কেজি সকাল ৭.৩০ থেকে।