Boris Beker: জানেন, ইঁদুরের উৎপাতে জেলে কোন কিংবদন্তির জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে?
জেলে দেওয়ার পর থেকে বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে তাঁর। লন্ডনের যে জেলে রাখা হয়েছে, তা উইম্বলডন থেকে মাত্র ২ কিমি দূরে। টেনিসের মৌতাত নয়, ইঁদুরে বিপর্যস্ত তিনি। জানেন, কাকে জ্বালিয়ে মারছে লন্ডনের বেয়াড়া ইঁদুর?
লন্ডন: আর্থিক দুর্নীতির দায়ে বরিস বেকারকে আড়াই বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত। সেই মতো ২৯ এপ্রিল থেকেই বরিস বেকারের (Boris Beker) ঠিকানা হয়েছে, ওয়ানসওয়ার্থ জেল (Wands worth Prison)। লন্ডনের (London) এই জেল অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্ট থেকে ২ মাইল দূরে। সেই অল ইংল্যান্ড টেনিস ক্লাব, যেখানে ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন হয়েছিলেন বরিস। তারপর টেনিসে বিশ্বের এক নম্বর হওয়া থেকে টেনিস (Tennis) বিশ্বের কিংবদন্তি হয়ে ওঠা। কিন্তু ২০১৭ সালে বরিসের বিরুদ্ধে একের পর এক আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠে। দেউলিয়া ঘোষণা করেও নিজেকে বাঁচাতে পারলেন না বেকার। তাই আড়াই বছর জেলের সাজা দেওয়া হয়েছে বরিস বেকারকে। সঙ্গে ১ হাজার পাউন্ড জরিমানা।
২৯ এপ্রিল জেলে গিয়েছেন, ৬ ফুট বাই ১২ ফুটের একটি সেলে জায়গা পেয়েছেন বরিস। অন্য কয়েদিদের মতই জীবন কাটাতে হচ্ছে টেনিস কিংবদন্তিকে। আর মাত্র কয়েক দিনেই হাঁপিয়ে উঠেছেন বরিস। সব থেকে যন্ত্রণা ইঁদুর নিয়ে। ওয়ানসওয়ার্থ জেল এমনিতেই ইংল্যান্ডের দ্বিতীয় সারির জেল হিসেবে পরিচিত। সেখানে রাতে ঘুম হচ্ছে না বরিস বেকারের। ইঁদুর রীতিমতো ত্রাস হয়ে উঠেছে তাঁর কাছে। ইতিমধ্যেই জেল পরিবর্তনের আবেদন জানিয়েছেন। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি। উল্টে জেলার তাঁকে চুলের রং পরিবর্তন করতে বলেছেন, যাতে অন্যদের থেকে তাঁকে আলাদা না মনে হয়। এখন যে সেলে আছেন বেকার সেখানে তিনি একাই থাকেন। তবে জেল সূত্রে খবর, আগামী দু’সপ্তাহের মধ্যে তাঁকে অন্য সেলে পাঠিয়ে দেওয়া হবে। যেখানে আরও বন্দিরা থাকবেন।
জেলে বরিসকে কোনও সেলিব্রিটি তকমা দেওয়া হচ্ছে না। বরং বাকিদের মতোই কাজ করতে হবে তাঁকে। সূত্রের খবর, জেলে জিম ইনস্ট্রাকটারের পদ পাওয়ার চেষ্টা করেছেন বরিস বেকার। এটাই তাঁর জন্য সেরা কাজ হতে পারে জেলে। কিন্তু বেকার আবেদন করলেই যে তাঁকে এই পদে বসিয়ে দেওয়া হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। ইংল্যান্ডের জেলে সব থেকে আকর্ষণীয় জায়গা জিম। সেখানে তিনটি সেশনের জন্য তিনজন ইনস্ট্রাকটার থাকেন। সেই তিনটি পদের একটি পেতে চান বরিস। কিন্তু যা তিনি চান, তার কিছুই পাচ্ছেন না। একজন সাধারণ কয়েদির মতোই যে আচরণ হচ্ছে তাঁর সঙ্গে। তাই আরও কঠিন পরীক্ষার মুখে যে টেনিস কিংবদন্তিতে পড়তে হবে, সেটা বলাই বাহুল্য।
আরও পড়ুন : Boris Becker: বেকার কি ‘স্বাভাবিক’ জীবনে ফিরতে পারবেন, সন্দেহ রয়েছে তাঁর প্রিয় ছাত্রের