Rafael Nadal: পাঁজরের চোটের জন্য ঘুমোতে পারতেন না, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন নাদাল

প্রায় দু'মাস কোর্টের বাইরে থাকতে হয়েছে তাঁকে। পাঁজরের চোটের কারণে এক সময় ভালো করে ঘুমোতেন না। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন রাফায়েল নাদাল।

Rafael Nadal: পাঁজরের চোটের জন্য ঘুমোতে পারতেন না, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন নাদাল
Rafael Nadal: পাঁজরের চোটের জন্য ঘুমোতে পারতেন না, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন নাদাল
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 9:00 AM

মাদ্রিদ: পাঁজরের হাড়ে যে চোট পেয়েছিলেন, তা রীতিমতো ভুগিয়ে ছেড়েছে তাঁকে। ঘুমোতে পর্যন্ত পারতেন। যন্ত্রণায় ছটফট করেছেন রাতের পর রাত। সেই চোট সারিয়েই আবার টেনিস কোর্টে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। দু’সপ্তাহ হল ট্রেনিংয়ে ফিরেছেন তিনি। প্রায় দু’মাস পর মাদ্রিদ ওপেনে নামবেন নাদাল। মরসুমের শুরুতেই চমকে দিয়েছিলেন স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে। নোভাক জকোভিচ, রজার ফেডেরারদের ২০টা গ্র্যান্ড স্লামের বন্ধনী থেকে বেরিয়ে এসে ২১তম খেতাব জিতে নিয়েছেন রাফা। টেনিস বিশ্বের কিংবদন্তি হয়ে ওঠার পথে অনেকটাই গিয়েছেন। চলতি বছর কি তিনি আরও গ্র্যান্ড স্লাম জিতবেন? সেই লক্ষ্য নিয়েই মাদ্রিদ ওপেনে নেমে পড়তে চলেছেন তিনি।

নাদাল বলছেন, ‘পাঁজরের চোটের যা হাল ছিল, তাতে শারীরিক ভাবে আমি ভালো ছিলাম না। প্রতি সপ্তাহে আমাকে ডাক্তারি পরীক্ষা করাতে হয়েছে। মাদ্রিদ ওপেনে নামছি, কারণ ডাক্তার বলেছেন, আপাতত কোনও ঝুঁকি নেই আমার।’

রোলাঁ গারোয় ১৩বার চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও নতুন করে শুরু করতে হচ্ছে তাঁকে। ট্রেনিংয়ে যে কারণে নিজেকে উজাড় করে দিচ্ছেন। নাদালের কথায়, ‘পাঁজরের চোটটা আমাকে ভীষণ ভুগিয়েছে। ঘুমোতে পর্যন্ত পারিনি ভালো করে, এতটা যন্ত্রণা হত। কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পেরেছি। ওই সময়টাতে কার্যত কিছুই করতে পারছিলাম না। তারপর ফিট হতে জিমে যাওয়া শুরু করি। ছ’সপ্তাহের রিহ্যাব কাটিয়ে আমার ট্রেনিংয়ে ফিরেছি।’

পুরোপুরি ছন্দে ফিরতে দু-এক সপ্তাহ সময় লাগতে পারে নাদালের। ‘প্র্যাক্টিস যে ভাবে করছি, যে ভাবে আবার চ্যালেঞ্জগুলো সামলাচ্ছি, প্রতিটা দিন নতুন করে তৈরি করছি নিজেকে। তাতে মনে হচ্ছে, দু-এক সপ্তাহ লাগতে পারে আমার পুরোপুরি ছন্দে ফিরতে।’