Boris Becker: বেকার কি ‘স্বাভাবিক’ জীবনে ফিরতে পারবেন, সন্দেহ রয়েছে তাঁর প্রিয় ছাত্রের
জেল একবার যাঁদের হয়, তাদের জীবন অনেকটাই পাল্টে যায়। বরিস বেকারের ক্ষেত্রেও তাই হতে পারে। সেই বেকার কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সন্দেহ রয়েছে
মাদ্রিদ: সম্পত্তি লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করার ফল হাতেনাতে পেয়েছেন ৫৪ বছরের জার্মান টেনিস প্লেয়ার বরিস বেকার (Boris Becker)। লন্ডন কোর্টের রায়ে আড়াই বছরের জেল হয়েছে তাঁর। সঙ্গে ১ পাউন্ড জরিমানা কেরিয়ারে পাঁচটা গ্র্যান্ড স্লাম (Grand Slam) জেতা বেকারের অতীতেও এমন ঘটনা রয়েছে। কর ফাঁকি দিয়ে বিপাকে পড়েছিলেন এক সময়। সেই বেকার অবশ্য কোচও ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার নোভাক জকোভিচের (Novak Djokovic)। প্রাক্তন কোচের জেল হয়েছে শুনে কিছুটা হলেও কষ্ট পেয়েছেন জোকার। তাঁর টেনিস কেরিয়ারে কিছুটা হলেও অবদান রয়েছে বেকারের। তিন বছর কোচ ছিলেন। আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেই ভিত খানিকটা হলেও তৈরি করে দিয়েছিলেন বেকার। শুরুতে জোকার সে ভাবে ছাপ না রাখতে পারলেও ধীরে ধীরে রাফায়েল নাদাল, রজার ফেডেরারদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন।
বেকারের খবর শুনে মাদ্রিদ ওপেনের ফাঁকে জকোভিচ বলছেন, ‘খবরটা শুনে মন ভেঙে গিয়েছে। ওর জন্য সত্যিই খারাপ লাগছে। ও আমার দীর্ঘদিনের বন্ধু। তিন-চার বছর কোচ ছিল আমার। বেকার আমার ভীষণ কাছের মানুষদের একজন। কেরিয়ারে আমি যে সাফল্য পেয়েছি, সে ক্ষেত্রে অনেকটাই অবদান রয়েছে ওঁর।’
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত জকোভিচের কোচ ছিলেন বেকার। ২০টা গ্র্যান্ড স্লামের মধ্যে ৬টা জার্মান টেনিস প্লেয়ারের কোচিংয়েই জিতেছিলেন তিনি। ‘আশা করি এই কঠিন সময়টা পার করতে পারবেন উনি। এখান থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিক জীবনে পা রাখতে পারবেন। জানি না ওঁর ক্ষেত্রে ‘স্বাভাবিক’ শব্দটা ব্যবহার করা যাবে কিনা। কারণ, জীবন যে অনেকখানি বদলে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একবার যাদের জেলে যেতে হয়, তাদের সবার জীবনই খানিকটা হলেও পাল্টে যায়। এই কারণেই ওঁর জন্য প্রার্থনা করব। শরীরের দিক থেকে ভাবলে উনি যাতে ভালো থাকেন, সেটাই চাইব। যে চ্যালেঞ্জ ওঁকে এখন সামলাতে হবে, তাতে মানসিক সুস্থতাও দরকার।’
জোকার এই মুহূর্তে মাদ্রিদ ওপেন খেলতে ব্যস্ত। এর আগে তিনবার চ্য়াম্পিয়ন হয়েছেন। সার্বিয়ান ওপেনে গত সপ্তাহেই আন্দ্রে রুবলেভের কাছে ফাইনালে হেরেছেন। সে দিক থেকে দেখলে, মাদ্রিদ ওপেন তাঁর এই মরসুমের প্রথম ট্রফি হতে পারে।