জুনিয়র বিশ্ব মিটে সোনা জিতে ইতিহাস ভারোত্তোলক হর্ষদার
জুনিয়র ওয়েটলিফ্টিং বিশ্ব মিটের (IWF Junior World Championship) প্রথম দিনই চমক ভারতের। বিশ্ব মিট থেকে এই প্রথম সোনা নিয়ে এলেন হর্ষদা শরদ (Harshada Sharad Garud)।
হেরাক্লিয়ন: জুনিয়র ওয়েটলিফ্টিং বিশ্ব মিটের (IWF Junior World Championship) প্রথম দিনই চমক ভারতের। বিশ্ব মিট থেকে এই প্রথম সোনা নিয়ে এলেন হর্ষদা শরদ (Harshada Sharad Garud)। মেয়েদের ৪৫ কেজি বিভাগে ৭০ ও ৮৩ কেজি মিলিয়ে তুললেন ১৫৩ কেজি। যা সোনা এনে দিল তাঁকে। স্ন্যাচ এবং ক্লিন ও জার্ক— দুটো বিভাগেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের মেয়ে। তুরস্ক ও মলডোভার দুই প্রতিপক্ষও চাপে ফেলতে পারেননি হর্ষদাকে। জুনিয়র বিশ্ব মিট থেকে এর আগে দু’জন ভারতীয় মেয়ে পদক এনেছেন। ২০১৩ সালে মীরাবাঈ চানু (Mirabai Chanu) ব্রোঞ্জ পেয়েছিলেন। ২০২১ সালে অচিন্তা শিউলি পেয়েছিলেন রুপো। কিন্তু জুনিয়র বিশ্ব মিট থেকে সোনা নিয়ে আসা ছিল অলীক কল্পনা। তাই বাস্তব করে দেখালেন হর্ষদা।
Weightlifting: Sharad Garud Harshada creates history; wins India's first ever GOLD medal in IWF Junior World Championships in Greece. Competing in 45kg category, she lifted a total of 153kg (Snatch: 70kg + C&J: 83kg). pic.twitter.com/7hLhPJihMg
— India_AllSports (@India_AllSports) May 2, 2022
ওই একই ইভেন্টে নেমেছিলেন ভারতেরই আর এক ভারোত্তোলক অঞ্জলি প্যাটেল। তিনি পঞ্চমে থামলেন। কিন্তু হর্ষদাকে থামানো গেল না। স্ন্যাচে ৭০ কেজিতে তুলেছিলেন তিনি। ক্লিন এবং জার্কে তোলেন ৮৫ কেজি। এর পর আর কোনও প্রতিপক্ষকেই রুখতে পারেননি হর্ষদাকে। তুরস্কের বেকতাস কান্সু পেলেন রুপো, ব্রোঞ্জ মলডোভার হিন্সু তেওডোরা-লুমিনিতার।
#HarshadaSharadGarud scripted history to become the first Indian to win gold medal at IWF Junior World Championships 2022 in Heraklion, Greece.
She lifted 153 kg in the 45-kg weight category, which included 70 kg in Snatch and 83 kg in Clean and Jerk to finish on top of podium. pic.twitter.com/wzmLysoEte
— All India Radio News (@airnewsalerts) May 2, 2022
ভারোত্তলনে ভারতের ছবিটা পাল্টে দিয়েছেন মীরাবাঈ। টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন ইম্ফলের মেয়ে। তারপর থেকেই ঢল নেমে এই ইভেন্টে। হর্ষদার মতো অ্যাথলিটদের উত্থান কিন্তু ভারতকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা হল, জুনিয়র বিশ্ব মিটে সোনা জয় তাঁকে আরও আশাবাদী করে তুলবে পরবর্তী সাফল্যের জন্য। সোশ্যাল মিডিয়ায় কিন্তু হর্ষদার এই সাফল্য দেখে উচ্ছ্বসিত অনেকেই। ওপেন টুর্নামেন্টেও তাঁর গলায় সোনার পদক দেখতে চাইছেন তাঁরা।
আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন ধোনির কামব্যাকে রানে ফিরেই সচিনকে স্পর্শ করলেন ঋতুরাজ