BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ‘সা-চি’ জুটি

Satwiksairaj Rankireddy-Chirag Shetty: চলতি বছর একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগরা। কোপেনহেগেনে বর্তমানে চলছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)। সেখানেও দাপট দেখাচ্ছে ভারতের 'সা-চি' জুটি।

BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে 'সা-চি' জুটি
BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে 'সা-চি' জুটি Image Credit source: BAI Media Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 9:19 PM

কোপেনহেগেন: ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) ২০২৩ সালটা দারুণ কাটছে। চলতি বছর একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগরা। কোপেনহেগেনে বর্তমানে চলছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)। সেখানেও দাপট দেখাচ্ছে ভারতের ‘সা-চি’ জুটি। পুরুষদের ডাবলসের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইন্দোনেশিয়ার জুটি লিও রলি কার্নান্দো-ড্যানিয়েল মার্টিনকে হারিয়েছেন সাত্বিক-চিরাগরা। অন্যদিকে মেয়েদের ডাবলসের রাউন্ড অব সিক্সটিনে হেরে টুর্নামেন্ট

এই টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। গত বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁরা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এ বার সেই পদকের রং বদলের দিকে নজর রয়েছে ভারতের ‘সা-চি’ জুটির। ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রায় এক ঘণ্টা ধরে লড়াই করে সাত্বিক-চিরাগ জুটি।

টুর্নামেন্টের দশম বাছাই ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো-ড্যানিয়েল মার্টিনের বিরুদ্ধে প্রথম গেমে সাত্বিক-চিরাগরা জেতেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ইন্দোনেশিয়ার লিও ও ড্যানিয়েল। এই গেমে ২১-১৯ ব্যবধানে জেতেন তাঁরা। এর পর তৃতীয় গেমে ড্যানিয়েলদের আর সুযোগ দেননি সাত্বিক-চিরাগরা। এবং শেষ অবধি তৃতীয় গেম ২১-৯ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গিয়েছেন চিরাগরা।

সাত্বিক-চিরাগদের কোয়ার্টার ফাইনালে ওঠার দিন ভারতের মেয়েদের ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ হেরে গিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন তৃষা-গায়ত্রী। এরপর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা তৃষা-গায়ত্রী জুটি চিনের চেন কিং চেন-জিয়া ই ফান জুটির বিরুদ্ধে নেমেছিলেন। টুর্নামেন্টের শীর্ষবাছাই চেন কিং এবং জিয়া ই জুটির কাছে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হেরে গিয়েছেন তৃষা-গায়ত্রীরা।