Asian Games 2023: এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না বাংলার সোনার ছেলে অচিন্ত্য শিউলির

শুধু অচিন্ত্যই নন, ভারতীয় মহিলা ফেন্সার ভবানী দেবীও এশিয়ান গেমসে নামবে পারবেন না। এ ছাড়াও আসন্ন এশিয়ান গেমসে আরও বেশ কয়েকটি ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা অংশ নিতে পারবেন না। কিন্তু কেন?

Asian Games 2023: এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না বাংলার সোনার ছেলে অচিন্ত্য শিউলির
Asian Games 2023: এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না বাংলার সোনার ছেলে অচিন্ত্য শিউলির Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 3:33 PM

নয়াদিল্লি: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে গত বছর ভারোত্তোলন থেকে সোনা জিতেছিলেন বাংলার অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। ২০২৪ সালের অলিম্পিকে অংশ নেওয়া পদকই অচিন্ত্যর পাখির চোখ। তার আগে অবশ্য আসন্ন এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশগ্রহণ করার কথা ছিল অচিন্ত্যর। কিন্তু তা হচ্ছে না। কোনও চোট আঘাতের কারণে নয়, আসলে অচিন্ত্য ক্রীড়া মন্ত্রকের দেওয়া নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেননি। শুধু অচিন্ত্যই নন, ভারতীয় মহিলা ফেন্সার ভবানী দেবীও এশিয়ান গেমসে নামবে পারবেন না। এ ছাড়াও আসন্ন এশিয়ান গেমসে আরও বেশ কয়েকটি ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা অংশ নিতে পারবেন না। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অচিন্ত্য শিউলির পাশাপাশি ভারতীয় ভারোত্তোলক এন অজিতও এশিয়ান গেমসে নামতে পারবেন না। ভবানী দেবী এবং ভারতীয় মহিলাদের ফেন্সিং টিমকে হাংঝাউতে হতে চলা এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বারের এশিয়ান গেমসে আধুনিক পেন্টাথলন, ট্রায়াথলন এবং তাইকোন্ডোর মতো একাধিক ইভেন্টও বাদ পড়ল। সকলেই ক্রীড়া মন্ত্রকের নির্বাচনের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।

আসলে গত ১২ মাসে স্বতন্ত্র ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্সের উপর কড়া নজর রাখা হয়েছিল। জানা গিয়েছে ২০১৮ সালের এশিয়ান গেমসে অষ্টম স্থান অর্জনকারী পারফরম্যান্সের নীচে নেমে গিয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেনিস, বাস্কেটবল এবং হ্যান্ডবল ইভেন্টেও এশিয়াডে ভারতীয় অ্যাথলিটরা অংশগ্রহণ করতে পারবেন না। আসন্ন এশিয়ান গেমসের ভারোত্তোলনে অংশ নেওয়ার জন্য শুধুমাত্র মীরাবাই চানু (৪৯ কেজি) এবং বিন্দিয়ারানি দেবী (৫৫ কেজি) যোগ্যতা অর্জন করেছেন। পুরুষ দলের অংশগ্রহণ প্রত্যাখ্যান করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অচিন্ত্য শিউলি (৭৩ কেজি) ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩০৫ কেজি উত্তোলন করেছিলেন এবং এন অজিত (৭৩ কেজি) ৩০৭ কেজি উত্তোলন করেছিলেন। তবে ৩০ জুন অনুষ্ঠিত বাছাই ট্রায়ালে তাঁরা সেই ওজনের থেকে কম ওজন উত্তোলন করেছিলেন। তাই তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আসন্ন এশিয়ান গেমসের জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে না।