R Praggnanandhaa : আশা হারাচ্ছেন না প্রজ্ঞানন্দ, আগামী বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ
বিশ্বকাপ যদি জিতেও যেতেন তাহলেও দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন বলা হত না প্রজ্ঞানন্দকে। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন পথ অতিক্রম করতে হবে।
কলকাতা : ডু অর ডাই পরিস্থিতির চাপ সামলানোর মতো অভিজ্ঞতা এখনও হয়ে ওঠেনি। তার উপর টানা একমাস ধরে চেস খেলে বিধ্বস্ত ছিলেন। তিন দিন ধরে চলা FIDE দাবা বিশ্বকাপের (Chess World Cup 2023) ফাইনালে শেষমেশ হার মানতে হয়েছে ভারতীয় দাবার সেরা সম্ভাবনা রমেশবাবু প্রজ্ঞানন্দকে। FIDE বিশ্বকাপ জিতে নিয়েছেন নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন। নাইবা এল চ্যাম্পিয়নের ট্রফি, ১৮ বছরের প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন এতেই বাহবা পাচ্ছেন তিনি। এই বয়সেই দাবা বিশ্বকাপের রানার আপ। চেন্নাইয়ের তরুণকে নিয়ে গর্বে বুক চওড়া হয়ে যাচ্ছে দেশবাসীর। ভবিষ্যতে ইতিহাস গড়ার বিস্তর সুযোগ পাবেন তিনি। দাবা বিশ্বকাপ না জিতলেও আগামী বছরেই প্রজ্ঞার সামনে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কীভাবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারাতে পারেননি। তবে ব়্য়াঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় দাবাড়ু যথাক্রমে হিকারু নাকামুরা এবং ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে ওঠেন। FIDE দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেই ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন প্রজ্ঞানন্দ। ২০২৪ সালে কানাডায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ববি ফিশার এবং ম্যাগনাস কার্লসেনের পর ক্যান্ডিডেটসের জন্য যোগ্যতা অর্জন করা তৃতীয় কনিষ্ঠ দাবাড়ু হলেন ভারতের প্রজ্ঞানন্দ। দেশে দাবা জগত বলছে, বিশ্বনাথন আনন্দের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠার সবরকম সম্ভাবনা আছে প্রজ্ঞার মধ্যে। আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলবেন তিনি।
বিশ্বকাপ যদি জিতেও যেতেন তাহলেও দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন বলা হত না প্রজ্ঞানন্দকে। FIDE-র নিয়ম অনুযায়ী, মোট আটজন দাবাড়ু ক্যান্ডিডেটসে অংশ নেবেন। তার মধ্যে রয়েছেন ২০২৩ সালের বিশ্বকাপ খেলা প্রথম তিন প্রতিযোগী, গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার আপ এবং FIDE গ্র্যান্ড সুইস টুর্নামেন্টের শীর্ষ দুই দাবাড়ু এবং FIDE সার্কিটের জয়ী এবং ২০২৪ সালে ব়্যাঙ্কিংয়ের সবার শীর্ষে থাকা দাবাড়ু। আগামী বছরের ২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টরেন্টোয় চলবে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের বিজয়ী হবেন চ্যালেঞ্জার। এরপর চ্যালেঞ্জার এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের মধ্যে খেতাবি লড়াই শুরু হবে। ২০২৪ সালের দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জার ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি হবেন। তাতে বিজয়ী দাবাড়ু হবেন বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯ বছরের প্রজ্ঞানন্দের কাছে এই পথটা দীর্ঘ এবং ভীষণ কঠিন। তবে অসম্ভব নয়।