Bray Wyatt : ৩৬ বছরেই প্রয়াত WWE তারকা ব্রে ওয়াট, শোকে ডুবে রেসলিং জগত

তাঁর পরিবারের তরফে এই মৃত্যুকে অপ্রত্যাশিত এবং আচমকা বলে বর্ণনা করা হয়েছে। ব্রে ওয়াটের মৃত্যুর খবর সর্বপ্রথম জানান রেসলিং জগতের কিংবদন্তি ট্রিপল এইচ।

Bray Wyatt : ৩৬ বছরেই প্রয়াত WWE তারকা ব্রে ওয়াট,  শোকে ডুবে রেসলিং জগত
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 1:01 PM

কলকাতা : মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রে ওয়াট। বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। ব্রে ওয়াটের এই আচমকা প্রয়াণে শোকের ছায়া WWE জগতে। একবার ডব্লিউডব্লিউই এবং দু’বার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াট (Bray Wyatt)। রেসলিং জগতে ‘দ্য ফিন্ড’ নামে পরিচিত ছিলেন ব্রে ওয়াট। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে রেসলিং রিং তো বটেই টেলিভিশনও দেখতেন না। তাঁর পরিবারের তরফে এই মৃত্যুকে অপ্রত্যাশিত এবং আচমকা বলে বর্ণনা করা হয়েছে। ব্রে ওয়াটের মৃত্যুর খবর সর্বপ্রথম জানান রেসলিং জগতের কিংবদন্তি ট্রিপল এইচ। ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহ্যাম রোটুন্ডা। বংশের তৃতীয় প্রজন্মের কুস্তিগির ছিলেন তিনি। তাঁর বাবা হলেন রেসলিংয়ে হল অফ ফেম খ্যাত মাইক রোটুন্ডা এবং দাদুর নাম ব্ল্যাকজান মুলিগান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ট্রিপল এইচ টুইটারে ওয়াটের মৃত্যুর খবর দিয়ে লেখেন, “সবেমাত্র WWE হল অফ ফেম মাইক রোটুন্ডা চরম দুঃসংবাদ জানিয়েছেন। আমাদের WWE পরিবারের সদস্য উইন্ডহ্যাম রোটুন্ডা যিনি ব্রে ওয়াট নামে পরিচিত, অপ্রত্যাশিতভাবে আজ তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” WWE-র তরফে উইন্ডহ্যাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে। ব্রে ওয়েটের মৃত্যুতে শোকে কাতর ‘দ্য রক’ ডোয়েন জনসন। পুরোদস্তুর অভিনয় জগতে ঢোকার আগে রেসলিং জগতের চেনা মুখ ছিলেন ডোয়েন জনসন। তিনি টুইটারে লিখেছেন, “ব্রে ওয়াটের মৃত্যুর খবরে আমার হৃদয় ভেঙে গিয়েছে। রোটুন্ডা পরিবারের জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। ওর কাজ, উপস্থিতি এবং রেসলিং জগতের সঙ্গে কানেকশন পছন্দ করতাম। কুল, অন্যরকম চরিত্রের মানুষ ছিলেন। রোটুন্ডা পরিবার এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি অর্জন করুক।”

২০১২ সালে সামান্থাকে বিয়ে করেন উইন্ডহ্যাম রোটুন্ডা। দুই মেয়ে রয়েছে তাঁদের। ২০১৭ সালে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রোটুন্ডা ও রিং অ্যানাউন্সার জোজো সম্পর্কে ছিলেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। গতবছরই জোজো এবং রোটুন্ডার বাগদান হয়।