ATP Finals: জেরেভকে হারিয়ে এটিপি ফাইনালসের সেমিতে মেদভেদেভ
২০১৮ সালের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) হারিয়ে সেমিফাইনালের (semifinals) জায়গা পাকা করলেন রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ।
তুরিন: গতবারের এটিপি ফাইনালস (ATP Finals) চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ (Daniil Medvedev) পৌঁছে গেলেন টুর্নামেন্টের শেষ চারে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) হারিয়ে সেমিফাইনালের (semifinals) জায়গা পাকা করলেন রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনজয়ী রুশ টেনিস প্লেয়ার প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে ৬-৩, ৬-৭ (৩), ৭-৬ (৬) ফলাফলে জেরেভকে হারিয়েছেন।
Stayed cool ?
The moment @DaniilMedwed defeated Zverev in their tight Turin meeting!#NittoATPFinals pic.twitter.com/yb8xkYpHcy
— Tennis TV (@TennisTV) November 16, 2021
জার্মান টেনিস তারকা জেরেভকে হারানোর পর মেদভেদেভ বলেন, “নিশ্চিতভাবেই এটা মনে রাখার মতো ম্যাচ। তৃতীয় সেটে গিয়ে ৮-৬ পয়েন্টে যখন টাইব্রেকারে জিতলাম তখন প্রথমে ৪-২ পয়েন্ট ছিল ওর এবং ও বেশ কয়েকটা ভালো সার্ভ দিয়েছিল। আমি তারপর ঠিক করে নিয়েছিলাম কী করব। আমি ৬-৪ এ নিয়ে গিয়েছিলাম। তখনই আমি বুঝে যাই ওটা আমার মুহূর্ত হতে চলেছে। শুধু একটা আশ্চর্যজনক অনুভূতি। ম্যাচ সম্পর্কে আসলে বেশি কিছু বলার নেই, শুধু আশ্চর্যজনক বলতে পারি।”
টুর্নামেন্ট থেকে মাত্তেও বেরেত্তিনি (Matteo Berrettini) নাম প্রত্যাহার করে নেওয়ার পর শেষ চারে মেদভেদেভের জায়গা নিশ্চিত হয়ে যায়। রবিবার জেরেভের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পেটে ব্যাথার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান তবে তিনি মঙ্গলবারও অনুশীলন করেছিলেন। তবে সময়মতো সেরে না ওঠার জন্য তিনি টুর্নামেন্ট থেকেই সরে যান। তাঁর বদলে জ্যানিক সিনার (Jannik Sinner) টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
The first man through to the #NittoATPFinals last 4 ?
After Berrettini's withdrawal, @DaniilMedwed qualifies for the semi-finals in Torino! pic.twitter.com/sgUTM5NoqR
— Tennis TV (@TennisTV) November 16, 2021
হুবার্ট হুরকাজকে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন সিনার। ম্যাচের শেষে তিনি বলেন, “আমি এই টুর্নামেন্টটা মাত্তেওর হয়ে খেলছি। বিকেল ৫টার দিকে আমি জানলাম আমি খেলব। মাত্তেও আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন যাতে ও লেখে ‘ওয়ার্ম আপ করো, শুভকামনা এবং নিজেকে উপভোগ করবে’। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছাড়াও একজন অবিশ্বাস্য ব্যক্তি।” মাত্তেওর পরিবর্তে টুর্নামেন্টে খেলা এই সিনারের বিরুদ্ধেই সেমিফাইনাল ম্যাচ খেলবেন মেদভেদেভ।
আরও পড়ুন: Manchester United: রোনাল্ডোর ফোকাস এখন ক্লাবে
আরও পড়ুন: World Cup Qualifiers 2022: কাতারের টিকিট নিশ্চিত করে ফেললেন মেসিরা
আরও পড়ুন: Novak Djokovic: মেদভেদেভকে হারিয়ে মাস্টার্স রেকর্ড জোকারের