Rafael Nadal: বিগ থ্রি-র অংশ হতে পারাটা বিরাট গর্বের, বলছেন নাদাল

চোটের কারণে গত মরসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে। উইম্বলডন থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেনেও নামতে পারেননি। সেখান থেকে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন জয় নাদালকে তৃপ্তি দিয়েছে। কতটা কঠিন ছিল ওই সময়টা, নিজেও ব্যাখ্যা করতে পারছেন না তিনি।

Rafael Nadal: বিগ থ্রি-র অংশ হতে পারাটা বিরাট গর্বের, বলছেন নাদাল
রাফায়েল নাদাল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 3:04 PM

মেলবোর্ন: রজার ফেডেরার (Roger Federer), নোভাক জকোভিচ (Novak Djokovic) আর তিনি, টেনিস দুনিয়ার ‘বিগ থ্রি’। এই শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে শুধুই প্রাধান্য এই তিনের। ফেডেরারের চোটের সময় রাফায়েল নাদাল (Rafael Nadal) দাপিয়ে বেরিয়েছেন। নাদাল আর ফেডেরার যখন নেই, তখন শুরু হয়েছে জোকার-যুগ। আবার জকোভিচের অনুপস্থিতিতে ফিরে এলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড করেছেন। ওপেন এরায় জোকারের পর একমাত্র তিনিই চারটে গ্র্যান্ড স্লামই অন্তত দু’বার জিতেলেন। তবে বিগ থ্রি-র মধ্যে এখন নাদালই সবচেয়ে এগিয়ে। ২১তম গ্র্যান্ড স্লাম জিতেছেন বাঁ হাতি টেনিস তারকা। ১০ বছরের ছোট দানিল মেদভেদেভকে সাড়ে পাঁচ ঘণ্টার ম্যাচে হারিয়ে নাদালের অবিশ্বাস্য জয়ে মুগ্ধ টেনিস বিশ্ব। নাদাল গর্বিত বিগ থ্রি-র অংশ হতে পেরে। তাঁর কথায়, ‘দিনের শেষে টেনিস একটা খেলার বাইরে আর কিছু নয়। এটা মানতেই হবে, ছেলেবেলায় আমরা যা স্বপ্ন দেখেছি, তার থেকে অনেক বেশি পেয়েছি। সেই কারণেই মনে হয়, কেউ একজন ২১ বা ২৩টা গ্র্যান্ড স্লাম জিতল, সেটা গুরুত্ব রাখে না। তবে খেলাটার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি। স্বপ্ন ছুঁয়ে যেমন দেখেছি, তেমনই উপভোগই করেছি। বিগ থ্রি-র অংশ হতে পেরে আমি গর্বিত। আমাদের তিনজনের সাফল্য কিন্তু খেলাটার জন্য স্পেশাল।’

চোটের কারণে গত মরসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে। উইম্বলডন থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেনেও নামতে পারেননি। সেখান থেকে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন জয় নাদালকে তৃপ্তি দিয়েছে। কতটা কঠিন ছিল ওই সময়টা, নিজেও ব্যাখ্যা করতে পারছেন না তিনি।

নাদাল বলেছেন, ‘ট্রফিটা জিততে পারাটা আমার কাছে বিরাট ব্যাপার। অস্ট্রেলিয়ায় গ্র্যান্ড স্লাম জেতার জন্য অনেক চেষ্টা করেছি। অবশেষে সেটা সম্ভব হল। আর সেটা এমন সময় হল, যে বছরটা আমার কাছে খুব অপ্রত্যাশিত। এই সময় কিছু অর্জন করতে পারি, স্বপ্নই দেখিনি। এমন কঠিন সময়ে কিছু অর্জন করতে পারা তৃপ্তি দেয়।’

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও পরের টুর্নামেন্টে নামবেন কিনা, তা ঠিক করেননি। ‘আমার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তটা আমি উপভোগ করতে চাই। তারপর দেখব, আমার শরীর কতটা দ্রুত রিকভার করে। পরের টুর্নামেন্ট নিয়ে পরে ভাবব।’

আরও পড়ুন: Australian Open 2022: দেখুন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল-বার্টির ফটোশুটের কিছু ছবি