G Sathiyan: চেক ওপেন চ্যাম্পিয়ন জি সাথিয়ান
ভারতীয় প্যাডলার বর্তমানে দুরন্ত ফর্মে আছেন। আন্তর্জাতিক সার্কিটে নিজেকে আরও বেশি করে প্রমাণ করে প্যারিস অলিম্পিকের জন্য তৈরি হতে চাইছেন।
ওলোমোউক: ভারতের তারকা প্যাডলার (Indian paddler) জি সাথিয়ান (G Sathiyan) বুধবার আইটিটিএফ চেক ইন্টারন্যাশনাল ওপেনে (ITTF Czech Open) ছেলেদের সিঙ্গলসে (Men’s Singles) ইউক্রেনের ইয়েভেন প্রাইশেপাকে (Yevhen Pryshchepa) ৪-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৪ বছরের ব্যবধানে এই নিয়ে তিন বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সাথিয়ান।
ফাইনালে ভারতীয় প্যাডলার সাথিয়ান প্রতিপক্ষ ইয়েভেনকে ১১-০, ১১-৬, ১১-৬, ১৪-১২ ব্যবধানে হারান। এর আগে এই প্রতিযোগিতার সেমিফাইনালে সাথিয়ানের সুইডিশ প্রতিপক্ষ ট্রুলস মোরগার্ড (Truls Moregard) পিঠে ব্যাথার কারণে সরে দাঁড়িয়েছিলেন। সদ্য শেষ হওয়া বিশ্ব টেবল টেনিসের কন্টেন্ডার টুর্নামেন্টে ছেলেদের সিঙ্গলসের শেষ ১৬ থেকে ছিটকে যাওয়ার পর, চেক ওপেনের জয় সাথিয়ানকে পরবর্তী টুর্নামেন্টগুলির জন্য বেশ আত্মবিশ্বাসী করে তুলবে।
BACK WITH A BANG??Extremely happy to win the Men singles title at the 2021 ITTF Czech International open in a dominant way without dropping a set here at Olomouc✌️✌️
The wait was worth it to lift my 3rd international ITTF title after a gap of 4 years?❤️? pic.twitter.com/aIAWCwzVlb
— Sathiyan Gnanasekaran (@sathiyantt) August 25, 2021
সম্প্রতি বুদাপেস্টে হওয়া বিশ্ব টেবল টেনিসের সিঙ্গলসে ভালো পারফর্ম না করতে পারলেও মিক্সড ডবলসে (Mixed Doubles) মনিকা বাত্রার (Manika Batra) সঙ্গে জুটিতে সোনা জিতেছেন জি সাথিয়ান। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সাথিয়ান ভারতের হয়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্যারিস অলিম্পিকের (Paris Olympics) জন্য। ভারতীয় প্যাডলার বর্তমানে দুরন্ত ফর্মে আছেন। আন্তর্জাতিক সার্কিটে নিজেকে আরও বেশি করে প্রমাণ করে প্যারিস অলিম্পিকের জন্য তৈরি হতে চাইছেন।
আরও পড়ুন: WTT Contender: বিশ্ব টেবল টেনিসে সোনা মনিকা-সাথিয়ান জুটির