কমনওয়েলথ গেমসে ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের ছেলে-মেয়েদের

Commonwealth Games 2022: ঘানার বিরুদ্ধে কমনওয়েলথ গেমসে যাত্রা শুরু করবেন মনপ্রীত-হরমনপ্রীত সিংরা।

কমনওয়েলথ গেমসে ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের ছেলে-মেয়েদের
কমনওয়েলথ গেমসে ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের ছেলে-মেয়েদের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 9:00 AM

লন্ডন: ঘানার বিরুদ্ধে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) যাত্রা শুরু করবেন মনপ্রীত-হরমনপ্রীত সিংরা। ৩১ জুলাই ভারতের ছেলেদের প্রথম ম্যাচ। তার দু’দিন আগে, অর্থাৎ ২৯ জুলাই ওই ঘানার মেয়েদের বিরুদ্ধে খেলবেন রানী রামপালরা। সিডব্লিউজিতে সহজ গ্রুপ রয়েছে ভারতীয় টিম। পুল বি-তে মনপ্রীতদের প্রতিপক্ষ হিসেবে ঘানা ছাড়া রয়েছে আয়োজক ইংল্য়ান্ড, কানাডা এবং ওয়েলশ। ভারতের মেয়েদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলশ ও ঘানা। ছেলেদের পুল এ তুলনায় বেশ কঠিন। ছ’বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও স্কটল্যান্ড রয়েছে।

ঘানা ম্যাচের পরই ভারতের খেলা গত বারের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে, ১ আগস্ট। কানাডার বিরুদ্ধে ম্যাচ ৩ আগস্ট, গ্রুপের শেষ ম্যাচ ওয়েলশের বিরুদ্ধে, ৪ আগস্ট। ভারতের মেয়েরা ৩০ জুলাই খেলবে ওয়েলশের বিরুদ্ধে। ২ আগস্ট প্রতিপক্ষ ইংল্যান্ড, ৩ আগস্ট বিপক্ষ কানাডা। দুটো গ্রুপের সেরা দুটো টিম সেমিফাইনালে যাবে। ছেলেদের সেমিফাইনাল ম্যাচ ৬ আগস্ট। ফাইনাল ৮ আগস্ট। মেয়েদের সেমিফাইনাল ও ফাইনাল ৫ ও ৭ আগস্ট।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ৩২ দিন পরেই এশিয়ান হানঝাও গেমস। এশিয়াডে ভারত যদি সোনা জিততে পারে, তা হলে প্যারিস অলিম্পিকের টিকিট পেয়ে যাবে। সেই কারণেই গ্রাহাম রিডের ছেলে ও মেয়েদের ফোকাস চিনের দিকেই। তাই কমনওয়েলথ গেমসকে এশিয়াডের প্রস্তুতি হিসেবেই নিচ্ছে ভারত। টোকিও গেমসে ব্রোঞ্জ পাওয়ার পর ভারতীয় হকির ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে। প্রত্যাশা ফিরে এসেছে হকি ঘিরে। কমনওয়েলথে কখনও সোনা জেতেনি ভারত। এই চ্যালেঞ্জটাও থাকবে রিডের টিমের কাছে। সিডব্লিউজি থেকে যদি আত্মবিশ্বাস অর্জন করে নিতে পারেন মনপ্রীতরা, প্যারিস অলিম্পিকের জন্য ঝাঁপানোর মনোবল তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন: Commonwealth Games 2022: অনুরাগের হস্তক্ষেপে কমনওয়েলথ গেমসের পথে ভারতীয় হকি