Kaur Singh Dies: প্রয়াত মহম্মদ আলির সঙ্গে লড়াই করা একমাত্র ভারতীয় বক্সার

সাঙ্গরুরের খানাল খুর্দ গ্রামের একটি কৃষক পরিবারের ছেলে কৌর সিং ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগ দেন।

Kaur Singh Dies: প্রয়াত মহম্মদ আলির সঙ্গে লড়াই করা একমাত্র ভারতীয় বক্সার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:00 PM

কুরুক্ষেত্র: প্রয়াত হলেন ভারতীয় বক্সার কৌর সিং (Kaur Singh)। এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী বক্সার এবং কিংবদন্তি মহম্মদ আলির বিরুদ্ধে লড়াই করা একমাত্র ভারতীয় তিনি। গত বৃহস্পতিবার হরিয়ানার কুরুক্ষেত্রের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কৌর সিংয়ের। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কৌর সিংয়ের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে বক্সিং জগতে শোকের ছায়া। বক্সিং ফেডারেশনের তরফে কৌর সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাঙ্গরুরের খানাল খুর্দ গ্রামের একটি কৃষক পরিবারের ছেলে কৌর সিং ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭২ সালে যুদ্ধে রাজস্থানের বারমের সেক্টরে তিনি সম্মুখভাগে ছিলেন। সেনাবাহিনীতে থাকাকালীন কৌর সিংয়ের বক্সিং যাত্রা শুরু হয়। তিনি ১৯৭৯ সালে সিনিয়র জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে আত্মপ্রকাশ করেন। সে বার সোনা জিতেছিলেন কৌর। ১৯৮৩ সাল পর্যন্ত টানা চার বছর ধরে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতেন কৌর সিং। এর মধ্যে ১৯৮০ সালে মুম্বইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন কৌর।

তার ঠিক এক বছর পরে বক্সিংয়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কৌর সিং ১৯৮০ সালে নয়াদিল্লিতে চার রাউন্ডের প্রদর্শনী ম্যাচে মহম্মদ আলির মুখোমুখি হন। ১৯৮৪ সালে বক্সিং থেকে অবসর গ্রহণ করেন কৌর সিং। ১৯৯৪ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। সেনাবাহিনীর প্রতি সেবার স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে ‘বিশিষ্ট সেবা পদক’ পান।