BWF World Championships: বিশ্ব মিটের শেষ চারে দুরন্ত লক্ষ্য সেন, সেমিফাইনালে মুখোমুখি কিদাম্বি-লক্ষ্য
Lakshya Sen: কিদাম্বি শ্রীকান্তের পর চতুর্থ ভারতীয় শাটলার হিসেবে এই টুর্নামেন্ট থেকে পদক নিশ্চিত করলেন লক্ষ্য।
হুয়েলভা: ২০ বছরের লক্ষ্য সেন (Lakshya Sen) ভারতের সর্বকনিষ্ঠ শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের (BWF World Championships) সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করলেন। কিদাম্বি শ্রীকান্তের পর চতুর্থ ভারতীয় শাটলার হিসেবে এই টুর্নামেন্ট থেকে পদক নিশ্চিত করলেন লক্ষ্য। ১ ঘণ্টা ৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিনের ঝাও জুন পেংকে (Zhao Jun Peng) ২১-১৫, ১৫-২১, ২২-২০ ব্যবধানে হারালেন ভারতের লক্ষ্য।
Just thrilling! Lakshya Sen ?? turns the match around and is through to an all-Indian semifinal against Kidambi Srikanth.
Follow live action: https://t.co/TjoFnU4PnB#BWFWorldChampionships #Huelva2021 pic.twitter.com/IlrdMV09w2
— BWF (@bwfmedia) December 17, 2021
তিন সেটের লড়াইয়ে স্নায়ুর চাপ ধরে রেখে শেষ হাসি ফোটে লক্ষ্যের মুখে। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতলেও দ্বিতীয় গেমে ১০-১১ পয়েন্ট এক সময় পিছিয়ে পড়েন লক্ষ্য। সেখান থেকে শেষ পর্যন্ত ১৫-২১ ব্যবধানে দ্বিতীয় গেম হেরে বসেন ভারতীয় শাটলার। তৃতীয় গেমে এক সময় ১১-৮ এগিয়ে ছিলেন চিনা শাটলার। কিন্তু গতির লড়াই চালিয়ে গিয়ে লক্ষ্য ১১-১১ তে নিয়ে যান। এর পর দুরন্ত স্ম্যাশ দিয়ে লক্ষ্য স্কোর ১৯-২০-তে নিয়ে যান। পাল্টে যায় ম্যাচের মোড়। শেষ মেশ স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ বের করে যান লক্ষ্য। সিন্ধু ছিটকে গেলেও বিশ্ব মিট থেকে এ বার দুটি পদক নিশ্চিত।
Lakshya? Remember the Name
In a splendid effort, 20 yr old @lakshya_sen takes down ??'s Zhao Jun Peng 2️⃣-1️⃣ (21-15, 15-21, 22-20) to book a spot in SF ? & assure ?? of another ? at #WorldChampionships2021
Lakshya will next face compatriot @srikidambi in SF?
All the best? pic.twitter.com/HVkXIzo8iY
— SAI Media (@Media_SAI) December 17, 2021
কোয়ার্টার ফাইনালে শুক্রবার, গতবারের চ্যাম্পিয়ন পিভি সিন্ধু চিনা তাইপেই শাটলার তাই জু-র কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। তবে ছেলেদের সিঙ্গলসে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোকে (Mark Caljouw) কার্যত উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছেছেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ম্যাচের ফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-৮, ২১-৭।
আরও পড়ুন: BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ভারতের কিদাম্বি শ্রীকান্তের
আরও পড়ুন: BWF World Championships: অলিম্পিকের পর বিশ্ব মিট, তাই জুর সামনে স্বপ্নভঙ্গ সিন্ধুর