Novak Djokovic: ভেঙে গেল টেনিস ইতিহাসের সবচেয়ে সফল রসায়ন
টেনিস দুনিয়ার অন্যতম সফল পার্টনারশিপ ভেঙে গেল।
মেলবোর্ন: টেনিস দুনিয়ার অন্যতম সফল পার্টনারশিপ ভেঙে গেল। কোচ মারিয়ান ভাদাকে (Marian Vajda) আর দেখা যাবে না নোভাক জকোভিচের (Novak Djokovic) সঙ্গে। জোকারের দীর্ঘমেয়াদি সাফল্যের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে ছিলেন তিনি। মারিয়ানের হাত ধরেই ধীরে ধীরে বিশ্বের এক নম্বর হয়ে উঠেছিলেন। তাঁরই প্রভাবে গত এক দশক ধরে টেনিস দুনিয়ায় রাজত্ব করেছেন জোকার। ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন। টানা ৩৬১ সপ্তাহ এক নম্বর থাকার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু সেই মারিয়ানকে গত মরসুমে তুরিনে এটিপি টুর্নামেন্টের ফাইনালের পরই কোচের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ঘটনাচক্র, গত মরসুমের শেষ গ্র্যান্ড স্লামে কিন্তু হেরে গিয়েছিলেন জোকার।
জোকার বলেছেন, ‘আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাফল্যের সময় মারিয়ানকে পাশে পেয়েছি। আমরা দু’জন মিলে অসাধারণ কিছু জয় করতে পেরেছিলাম। গত ১৫ বছর ধরে ও যে দায়বদ্ধতা তুলে ধরেছে, তাতে আমি আপ্লুত। মারিয়ান হয়তো আমার পেশাদার টিমে থাকবে না আর, কিন্তু ও বরাবর আমার পরিবারের অংশ হয়েই থাকবে। আমার জন্য ও যা করেছে, তার জন্য ধন্যবাদ দিতে পারব না।’
২০১৯ সাল থেকেই জোকারের টেনিস টিমে যোগ দিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিলসেভিচ। তিনিই আপাতত মূল কোচের দায়িত্ব সামলাবেন। কোচের পদ থেকে অব্যহতি পাওয়া ভাদাও বলেছেন, ‘আমার কোচিংয়ের সময় আমি এবং নোভাক দু’জনেই আজকের জকোভিচের উত্থান দেখেছিলাম। আমরা দু’জনই অত্যন্ত গর্ব নিয়ে অতীতের সেই দিনগুলো ফিরে দেখব। দুরন্ত সাফল্য পাওয়ার জন্য জোকারকে ধন্যবাদ জানাতেই হবে। ও কোচিং টিমে না থাকলেও আগের মতোই ওকে সমর্থন করব। নতুন চ্যালেঞ্জের জন্য ও তৈরি হোক।’
গত মাসে চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন জোকার। ভিসা ইস্যুতে খেলা হয়নি অস্ট্রেলিয়ান ওপেনে। তা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। সব মহল থেকেই এ নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়। কিন্তু তাতেও টলানো যায়নি অস্ট্রেলিয়া সরকারকে। যে কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে পারেননি জকোভিচ। সেই তিনিই এ বার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: টেনিস কোর্টে রুশ প্রতিপক্ষকে যোগ্য জবাব ইউক্রেনের খেলোয়াড়ের