R Madhavan’s son Vedaant: সাঁতারে মাধবনের ছেলের অভিনব কীর্তি! কী করলেন বেদান্ত?

Vedaant: দেশের হয়ে সাঁতারে ৫ সোনা জিতে চমকে দিলেন মাধবনের (R Madhavan) ছেলে বেদান্ত। ভারতের এই প্রতিভাবান সাঁতারু অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন।

R Madhavan's son Vedaant: সাঁতারে মাধবনের ছেলের অভিনব কীর্তি! কী করলেন বেদান্ত?
দেশের হয়ে সাঁতারে ৫ সোনা জিতে চমকে দিলেন মাধবনের ছেলে বেদান্ত!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 3:55 PM

মুম্বই: ছেলে-মেয়ে সফল হলে যে কোনও বাবা-মা গর্ববোধ করেন। ফের একবার বাবা হিসেবে ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন বলিউড অভিনেতা আর মাধবন (R Madhavan)। সম্প্রতি ‘মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ’-এ (Malaysian Invitational Age Group Championships) একটি, দু’টি নয় ৫টি সোনার পদক পেয়েছেন বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। ছেলের সাফল্য উচ্ছ্বসিত আর মাধবন। ১৭ বছরের বেদান্ত জলে নামলেই সোনা নিয়ে উঠছেন। বেদান্ত মালয়েশিয়ার সুইমিং ইভেন্ট থেকে ভারতকে ৫টি সোনার পদক এনে দেওয়ার পর আর মাধবন তাঁর ছেলে এবং স্ত্রী সরিতা বিরজের ছবি পোস্ট করে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় বেদান্ত ও নিজের স্ত্রীর ছবি পোস্ট করে আর মাধবন সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভ কামনায় বেদান্ত এই সপ্তাহে কুয়ালামপুরে অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার পদক (৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ১৫০০ মিটার) জিতেছে। ওর এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত এবং গর্বিত। ধন্যবাদ প্রদীপ স্যার।’

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)

আর মাধবনের পোস্টে বেদান্তকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সূর্য, অভিনেত্রী লারা দত্ত এবং অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া খুশবু সুন্দর-সহ অনেকেই। আর মাধবনের এই পোস্টে দক্ষিণী অভিনেতা সূর্য কমেন্ট করেছেন ‘খুব সুন্দর। বেদান্ত, সরিতা এবং আপনাকে জানাই অনেক শুভেচ্ছা।’ খুশবু লেখেন, ‘অভিনন্দন ম্যাডি। … বেদান্তকে অনেক ভালবাসা।’ লারা দত্ত কমেন্ট করেছেন, ‘অসাধারণ!!!! অভিনন্দন!!!’

প্রসঙ্গত, বাবার মতো অভিনয়ে নয় বরং বেদান্ত সাঁতারেই নিজের কেরিয়ার গড়ছেন। অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছেও রয়েছে মাধবনের ছেলের। উল্লেখ্য, ২০২১ সালে ছেলের সাঁতার প্রশিক্ষণের জন্য দুবাইতে চলে যান মাধবন ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে সোনা জিতেছিলেন বেদান্ত। চলতি বছরে মহারাষ্ট্রে হওয়া খেলো ইন্ডিয়া গেমসে ৫টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছিলেন বেদান্ত।