Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sania Mirza: ‘ছেলে হলে হয়তো ক্রিকেট খেলতাম’, কেন এ কথা বললেন সানিয়া মির্জা?

ভারতীয় টেনিস জগতে সানিয়া মির্জার অবদান অনস্বীকার্য। তিনি চলতি বছরেই টেনিস (Tennis) থেকে অবসর নিয়েছেন। এ বার তিনিই কিনা এখন বললেন, 'আমি ছেলে হলে হয়তো ক্রিকেট খেলতাম।'

Sania Mirza: 'ছেলে হলে হয়তো ক্রিকেট খেলতাম', কেন এ কথা বললেন সানিয়া মির্জা?
'ছেলে হলে হয়তো ক্রিকেট খেলতাম', কেন এ কথা বললেন সানিয়া মির্জা?Image Credit source: Sania Mirza Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 1:04 PM

নয়াদিল্লি: ক্রিকেট (Cricket) তাঁর পছন্দের ঠিকই। কিন্তু ব্যাট-বলের সঙ্গে তাঁর তেমন একটা সম্পর্ক নেই। টেনিসই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি যুক্ত ছিলেন। তাও আবার আরসিবির মেন্টর হিসেবে। কথা হচ্ছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে (Sania Mirza) নিয়ে। ভারতীয় টেনিস জগতে সানিয়া মির্জার অবদান অনস্বীকার্য। তিনি চলতি বছরেই টেনিস (Tennis) থেকে অবসর নিয়েছেন। এ বার তিনিই কিনা এখন বললেন, ‘আমি ছেলে হলে হয়তো ক্রিকেট খেলতাম।’ কেন এ কথা বললেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জিও সিনেমায় সম্প্রতি ভারতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিকে এক সাক্ষাৎকার দিয়েছেন সানিয়া মির্জা। ৩৬ বছর বয়সী প্রাক্তন টেনিস তারকা সানিয়া সেখানেই বলেন, ‘আমি জানি এটা তোমাকে বলা ঠিক হবে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি যদি মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্ম নিতাম, তা হলে হয়তো ক্রিকেটই খেলতাম। আসলে ক্রিকেট খেলাটাকে যেন আর পাঁচটা খেলার থেকে আলাদা মনে হয়। ৩০ বছর আগে বিষয়টা অন্যরকম ছিল। অনেকের ভাবনা এমন ছিল যে ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। এই চিন্তাধারাটা এখন বদলেছে।’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার রোল মডেল কে? এই প্রশ্নের উত্তরে সানিয়া স্টেফি গ্রাফের নাম জানান। একইসঙ্গে তিনি তাঁর ভারতীয় মহিলা অ্যাথলিট পিটি উষার নাম জানান। সানিয়ার কথায়, ‘আমার রোল মডেল স্টেফি গ্রাফ। কারণ আমি সেই সময় তাঁর নামই বেশি শুনতাম। এ ছাড়া আমাদের দেশে ওই সময় পিটি উষাই ছিলেন। যাঁকে দেখে আমরা বড় হয়েছি। উপমহাদেশে সকলে তাঁকে চিনত। তাই সেই সময় ভারতের কোনও মেয়ে অ্যাথলিট হতে চাইলে তাকে বলা হত পিটি উষাকে সামনে রেখে নিজেকে উদ্বুদ্ধ করো।’