Korea Open 2023: কোরিয়া ওপেনে বাজিমাত ‘সা-চি’ জুটির, প্রথম গেমে হেরেও সোনা জিতলেন সাত্বিক-চিরাগ
Satwiksairaj Rankireddy-Chirag Shetty: ব্যাডমিন্টন দুনিয়া মুগ্ধ হয়ে দেখছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে। এই ভারতীয় শাটলার জুটি চলতি বছরে চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। তার ৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগ।
নয়াদিল্লি: এই জন্যই হয়তো বলে ‘হার কর জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়’… কোরিয়া ওপেনের ফাইনালে প্রথম গেম হেরেও বাজিমাত করল ভারতের ‘সা-চি’ জুটি। এ বারের কোরিয়া ওপেনে (Korea Open) পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতীয় তারকা শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) বিরুদ্ধে নেমেছিলেন ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান (Fajar Alfian) ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তো (Muhammad Rian Ardianto)। ফাইনালে ইন্দোনেশিয়ার আলফিয়ান-আর্দিয়ান্তো জুটির কাছে প্রথম গেমে হেরে গিয়েও ঘুরে দাঁড়ায় ভারতের তারকা শাটলার জুটি। শেষ অবধি তিন গেমের লড়াইয়ে সোনার হাসি ফোটে সাত্বিক-চিরাগদের মুখে। বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
চলতি বছরের জুনে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিলেন সাত্বিক-চিরাগ। এ বার দক্ষিণ কোরিয়ায় তেরঙ্গা ওড়াল ‘সা-চি’ জুটি। পেশাদার ব্যাডমিন্টন সার্কিট থেকে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি একের পর থেকে একের পর এক সাফল্য পাচ্ছেন। কোরিয়া ওপেনের ফাইনালে প্রথম গেমে ইন্দোনেশিয়ার আলফিয়ান-আর্দিয়ান্তো জুটির কাছে ১৭-২১ ব্যবধানে হারেন ভারতীয় শাটলার জুটি। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান সাত্বিক-চিরাগ। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জাগিয়ে রাখেন সাত্বিকরা। এরপর তৃতীয় ও নির্ণায়ক গেমে ভারতীয় জুটিকে দেখা যায় সেই অনবদ্য ফর্মে। খুব শীঘ্রই ৭-৩ লিড নিয়ে নেন চিরাগরা। সেখান থেকে তাড়াতাড়ি ১১-৮ এ পৌঁছে যান তাঁরা। শেষ অবধি ২১-১৪ ব্যবধানে ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জিতে নেন সাত্বিক-চিরাগ।
????????? ??
Satwik-Chirag win their 3️⃣rd #BWFWorldTour Super 500 title ?
?: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #KoreaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/t0osXuHCFS
— BAI Media (@BAI_Media) July 23, 2023
বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে সোনার হাসি হেসেছেন ভারতীয় তারকা শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। উল্লেখ্য, সাত্বিক-চিরাগ জুটি বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছেন। সাত্বিকরা এর আগে কোরিয়া ওপেনের সেমিফাইনালে চিনা প্রতিপক্ষ, যাঁরা আবার বিশ্ব ব়্যাঙ্কিংয়ের দুই নম্বরে রয়েছেন সেই লিয়াং ওয়েই কেং-ওয়াং চাংকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। ব্যাডমিন্টন দুনিয়া মুগ্ধ হয়ে দেখছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে। এই ভারতীয় শাটলার জুটি চলতি বছরে চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। তার ৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগ।