Vinesh Phogat: ওজন নিয়ন্ত্রণ অ্যাথলিটের কাজ… বিনেশ ইসুতে বিতর্ক বাড়ালেন উষা

Paris Olympics 2024: আইওএর প্রেসিডেন্ট পিটি উষা এর আগে জানিয়েছিলেন, ভারতীয় টিম ও আইওএর পক্ষ থেকে বিনেশের প্রতি বিচারের জন্য সবরকম চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে বিনেশের ১০০ গ্রাম ওজন না কমার জন্য অনেকেই আইওএর মেডিকেল চিফ অফিসারের দিকে আঙুল তোলেন। এরপরই পিটি উষার মুখে শোনা গিয়েছে নতুন কথা।

Vinesh Phogat: ওজন নিয়ন্ত্রণ অ্যাথলিটের কাজ... বিনেশ ইসুতে বিতর্ক বাড়ালেন উষা
Vinesh Phogat: ওজন নিয়ন্ত্রণ অ্যাথলিটের কাজ... বিনেশ বিতর্কে নতুন কথা পিটি উষার মুখেImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 3:57 PM

কলকাতা: প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) শেষ হয়েছে তার ২৪ ঘণ্টাও হয়নি। বিভিন্ন অ্যাথলিটরা নিজের নিজের দেশে ফিরে যাচ্ছেন। এ বারের গ্রেটেস্ট শো অন দ্য আর্থে ভারতের সবচেয়ে আক্ষেপের জায়গা বিনেশ ফোগাটের বাতিল হওয়া। প্যারিস অলিম্পিকে ৫০ কেজি মহিলাদের কুস্তির ফাইনালে উঠেছিলেন হরিয়ানার মেয়ে বিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন তাঁর বেশি হওয়ার ফলে ফাইনালে নামা হয়নি। সারা রাত না খেয়ে, শরীর থেকে রক্ত বের করে, কঠোর পরিশ্রম করেও লাভ হয়নি। ১০০ গ্রামের জন্য নিশ্চিত রুপোটা আর জোটেনি বিনেশের। এর আগে আইওএর প্রেসিডেন্ট পিটি উষা জানিয়েছিলেন, ভারতীয় টিম ও আইওএর পক্ষ থেকে বিনেশের প্রতি বিচারের জন্য সবরকম চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে বিনেশের ১০০ গ্রাম ওজন না কমার জন্য অনেকেই আইওএর মেডিকেল চিফ অফিসারের দিকে আঙুল তোলেন। এরপরই পিটি উষার মুখে শোনা গিয়েছে নতুন কথা।

বিনেশের সঙ্গে অন্যায় হয়েছে। এই মর্মে সারা দেশ প্রতিবাদে গর্জে উঠেছে। আইওএ তাঁর পাশে রয়েছে ঠিকই। কিন্তু বিনেশ বিতর্কে মেডিকেল টিমের উপর আঙুল উঠতেই আইওএ প্রেসিডেন্ট পিটি উষা এক বিবৃতিতে বলেছেন, ‘কুস্তি, ভারোত্তোলন, বক্সিং এবং জুডোর মতো খেলায় ক্রীড়াবিদদের ওজন ঠিক রাখার দায়িত্ব প্রতিটি ক্রীড়াবিদ এবং তাঁর কোচের। আইওএ-নিযুক্ত চিফ মেডিকেল অফিসার ড. দিনশ পার্দিওয়ালা এবং তাঁর টিমের কাজ এটা নয়।’

পিটি উষা আরও বলেন, ‘আইওএ মেডিকেল টিমের প্রতি যে ঘৃণা, ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, বিশেষ করে ডঃ পার্দিওয়ালার উপর তা গ্রহণযোগ্য নয়। অত্যন্ত নিন্দনীয়। প্যারিস অলিম্পিকে যে ভারতীয় অ্যাথলিটরা গিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের নিজের নিজের সাপোর্ট স্টাফরা ছিল। যে সাপোর্ট স্টাফরা অ্যাথলিটদের সঙ্গে বছরের পর বছর ধরে কাজ করেছে। আর আইওএ মেডিকেল টিম তো কয়েক মাস আগে নিযুক্ত হয়েছিল।’

আইওএর প্রেসিডেন্টের কথায়, ‘প্রাথমিকভাবে আইওএর মেডিকেল টিমের কাজ যে অ্যাথলিটরা প্রতিযোগিতার সময় এবং পরে যদি কোনও চোট পায়, তেমন হলে তা নিয়ে কাজ করা। যে অ্যাথলিটদের নিজস্ব পুষ্টিবিদ এবং ফিজিওথেরাপিস্টের দল নেই তাঁদের সমর্থন করার জন্যও তৈরি করা হয়েছিল এই টিমটাকে।’

উল্লেখ্য, প্যারিস গেমসে ফাইনালে ওঠার পর বিনেশ ফোগাট বাতিল হন। পরবর্তীতে তিনি কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছিলেন। এই মামলার সিদ্ধান্ত ১৩ অগস্ট আসার কথা।