PV Sindhu: খেতাব অধরা, মাদ্রিদ স্পেন মাস্টার্সে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল সিন্ধুকে
এ বছর সিন্ধু প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। কিন্তু খেতাব অধরাই রইল।

নয়াদিল্লি: নতুন বছরটা মোটেও ভালো কাটছে না ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu)। এ বছর তিনি প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। কিন্তু খেতাব অধরাই রইল। ফর্মে ফিরলেও মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধুকে। মাদ্রিদ স্পেন মাস্টার্সের (Madrid Spain Masters) ফাইনালে ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মার্সিকা তুনজুংয়ের (Gregoria Mariska Tunjung) কাছে দাঁড়াতেই পারলেন না সিন্ধু। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
মাত্র ২৯ মিনিটেই ইন্দোনেশিয়ার শাটলার সিন্ধুকে উড়িয়ে দেন। মাদ্রিদ স্পেন মাস্টার্সের শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল সিন্ধুকে। শেষ অবধি তিনি হারেন ৮-২১, ৮-২১। বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ নেই সিন্ধু। ভারতীয় তারকা শাটলার চলতি বছরে ধারাবাহিক ব্যর্থ হয়ে চলেছেন। তাঁর এমন ফর্ম দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। তাঁকে নিয়ে নানা প্রশ্নও উঠছে। পুরনো কোচ, পার্ক তায়ে-সাংয়ের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয়েছে সিন্ধুর। তার পর থেকেই সিন্ধু এখনও অবধি আর সে ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি।
??’s ? shuttler @pvsindhu finishes as Runner Up of #SpainMasters2023!
The #TOPSchemeAthlete lost to ??’s Gregoria Mariska Tunjung 21-8, 21-8 to take home the Runners Up ?!
Well fought Champion ? pic.twitter.com/reQsXGxZY6
— SAI Media (@Media_SAI) April 2, 2023
পিভি সিন্ধু এবং তুনজুং অতীতে সাতবার একে অপরের মুখোমুখি হয়েছেন। তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালে ইন্দোনেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে। সেই ম্যাচে সিন্ধু জেতেন ২৩-২১, ২০-২২, ২১-১১ ব্যবধানে। এ বার স্পেন মাস্টার্সের ফাইনালে সিন্ধুকে হারিয়ে তুনজুং যেন ইন্দোনেশিয়া মাস্টার্সের বদলা নিলেন।
— SAI Media (@Media_SAI) April 2, 2023
চোট সারিয়ে ফেরার পর চলতি বছরে এটাই সিন্ধুর ছিল আন্তর্জাতিক সার্কিটে প্রথম ফাইনাল। বর্তমানে সিন্ধু বিধি চৌধুরির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে মনে হয়েছিল তিনি খেই হারিয়ে ফেলেছিলেন। যে কারণে প্রথম গেমটা শেষ হয় মাত্র ১১ মিনিটে। পরের গেমেও কামব্যাক করতে পারেননি হায়দরাবাদী শাটলার। তাও ১৮ মিনিট অবধি দু’জন খেলেন দ্বিতীয় গেমে। শেষ অবধি ইন্দোনেশিয়ার শাটলার সিন্ধু ছাপিয়ে যেতে পারেননি। ফলে রানার্স ট্রফিই উঠেছে তাঁর হাতে।





