NEERAJ CHOPRA: ২ ঘন্টার অস্ত্রোপচার, কঠিন ছিল নিজ্জুর কামব্যাক

  মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দীর্ঘ ২ ঘন্টার অস্ত্রোপচার। চিকিৎসক পার্দিওয়ালার তত্ত্বাবধানে। যিনি চিকিৎসা করেন সুশীল কুমার, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, যোগেশ্বর দত্তের মত ক্রীড়াবিদদের। অস্ত্রোপচারের পর নির্দেশ ৩-৪ মাস সম্পূর্ণ বিশ্রাম।

NEERAJ CHOPRA: ২ ঘন্টার অস্ত্রোপচার, কঠিন ছিল নিজ্জুর কামব্যাক
২০১৯ সালে অস্ত্রোপচারের পর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 10:55 AM

টোকিওঃ সোনা জয়ের পর কেমন ছিল নীরজ চোপড়ার জার্নি। গুগল সার্চে নীরজ ক্লিক করলেই এখ নীরজ চোপড়া বেরিয়ে পড়ছে নিমেষে। সোনা জয়েরপরই তো মহানায়ককে চেনা শুরু হয়। এটাই তো আপামর ভারতীয়ের অভ্যাস। কঠিন লড়াই। নায়কের উত্থান। এই গল্পগুলো পড়ে এবং দেখে উজ্জীবিত হন। নীরজের গল্পের একটা অধ্যায় তেমনি।

হরিয়ানার খেলাধূলায় নীরজকে ডাকা হয় নিজ্জু নামে। খাদ্যাভ্যাসে নিরামিষাশী। ২০১৬ সালে সাক্ষী মালিক- পিভি সিন্ধুরা রিও অলিম্পিকে পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করছে, সেই বছরই সকলের নজরে আসেন হরিয়ানার নিজ্জু। অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাক লাগিয়ে দেন নীরজ। সাল ২০১৬। এই নীরজ বদলে দিতে পারে অনেক অঙ্ক। বুঝতে শুরু করেছিল ভারতের অ্যাথলেটিক্স মহল।  তবে ২০১৯ সালে হঠাৎই ছন্দপতন। পাতিয়ালা ক্যাম্প চলাকালীন কনুইয়ে অসম্ভব যন্ত্রণা অনুভব করতে থাকেন নীরজ। জ্যাভলিন থ্রোয়ে কনুইয়ের শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ তা কারও অজানানয়। আর সেই কনুইয়ে প্রচন্ড ব্যথা। বিভিন্ন চিকিৎসকরে পরামর্শ নিলেন। অবশেষে ভারতের অন্যতম নামী শল্যচিকিৎসক দিন’শ পার্দিওয়ালা তাঁকে পরামর্শ দেন প্রয়োজন অস্ত্রোপচার। কি হয়েছিল নীরজের? চিকিৎসকরে পরিভাষায় কনুইয়ের হাড় বৃদ্ধি। যা অস্ত্রোপচারের মধ্য দিয়েই সম্ভব।

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দীর্ঘ ২ ঘন্টার অস্ত্রোপচার। চিকিৎসক পার্দিওয়ালার তত্ত্বাবধানে। যিনি চিকিৎসা করেন সুশীল কুমার, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, যোগেশ্বর দত্তের মত ক্রীড়াবিদদের। অস্ত্রোপচারের পর নির্দেশ ৩-৪ মাস সম্পূর্ণ বিশ্রাম। দোহাতে এশীয় চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপও প্রশ্নের মুখে পড়ে। কোচ নাছোড়বান্দা। সুস্থ না হলে মাঠা নামানো যাবেনা। প্রায় এক বছরের কাছাকাছি সময় জ্যাভলিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বড় প্রতিযোগিতা থেকে দূরেই ছিলেন। অবশেষে ফিরলেন রাজার মত।

যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকে। আর আজ সোনার পদক। ২ ঘন্টার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ২ বছরের মধ্যে অলিম্পিকে সোনা জয়। এ গল্প উজ্জীবিত করবে না তো কি?

অলিম্পিকে আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০