TOKYO OLYMPICS 2020 : বাদশাকে জবাব রানিদের হেডস্যারের
"ভালবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।আরা আবার নিজেদের সর্বস্বটুকু দেব। ইতি, আসল কোচ।"
টোকিওঃ রানিদের ইতিহাসের পর শুভেচ্ছা বার্তা আসে ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান বলিউড বাদশা শাহরুখের। কোচ জোর্ড মারিনের পোস্ট রিট্যুইট করে লিখেছিলেন, ২ রা নভেম্বর ধনতেরাস। যেদিন আবার তাঁর জন্মদিন। ধনতেরাসের আগে সোনা আনো ভারতে। আর বলিউড বাদশার রিট্য়ুইটের এবার জবাব দিলেন রানিদের কোচ জোর্ড মারিন।
বলিউড বাদশা তাঁর রিট্যুইটের শেষে লিখেছিলেন, ‘ইতি,প্রাক্তন কোচ কবীর খান।’ আর এদিন জোর্ড মারিন তাঁর প্রত্যুত্তরে ট্যুইট করে লিখলেন, “ভালবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।আরা আবার নিজেদের সর্বস্বটুকু দেব। ইতি, আসল কোচ।” যে ট্যুইটও এবার ভাইরাল হতে শুরু করেছে।
Thank you for all the support and love. We will give everything again. From: The Real Coach. ? https://t.co/TpKTMuFLxt
— Sjoerd Marijne (@SjoerdMarijne) August 2, 2021
রানিদের ইতিহাসের পর এই ট্যুইট-পাল্টা ট্যুইটের মজায় মেতেছেন নেটিজেনরা। উত্তর-পাল্টা উত্তরে যে সূক্ষ্ণ মজাও লুকিয়ে রয়েছে-তাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা।আগামিকাল নামছে ভারতের মহিলা হকি দল। প্রতিপক্ষ আর্জেন্তিনা।আর মাত্র দু ধাপ। তারপরেই বহুকাঙ্খিত সোনা ছোয়ার স্বপ্ন দেখছেন রানিরা। আমরাও।
অলিম্পিকে আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০